সঠিক মন্ত্র উচ্চারণে করুন মা কালীর উপাসনা, মায়ের আশির্বাদে মনে আসবে শান্তি এবং সাহস

বাংলাহান্ট ডেস্কঃ ‘এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ।’ এবং ‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।’– মা কালীর (Ma Kali) প্রদীপ প্রদান এবং ধূপকাঠি প্রদানের মন্ত্র। হিন্দু দেব দেবীদের মধ্যে অন্যতম প্রধান একজন দেবী হলেন মা কালী। এই দেবীর অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি।

215356 kalianu

মা কালীর বিভিন্ন রুপের মধ্যে বাঙালি হিন্দু সমাজে বিশেষত কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। পুরাণ ও তন্ত্র সাহিত্য অনুসারে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। দক্ষিণাকালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকালী,কৃষ্ণকালী ইত্যাদি হল মা কালীর বিভিন্ন রূপ।

10252017 20 LAKSAM SHAMA KALI PUJA

দুষ্টের দমনে মা এক এক বার এক এক রকম রূপ ধারণ করেছিলেন। মায়ের যেমন রূদ্রমূর্তি পূজিত হয়, তেমনই কালী মায়ের মমতাময়ী রূপও পূজিত হয়। “ব্রহ্মময়ী”, “ভবতারিণী”, “আনন্দময়ী”, “করুণাময়ী” ইত্যাদি নামে কালী মায়ের বিভিন্ন রূপ পূজিত হয়।

Jai Kali 630x420 1

মা কালীর সমস্ত রূপের মধ্যে তাঁর দক্ষিণাকালীর বিগ্রহই সর্বাধিক পরিচিত ও পূজিত। এই রূপে মা চতুর্ভূজা। মায়ের চার হাতে থাকে খড়্গ, অসুরের ছিন্ন মুণ্ড, বর ও অভয়মুদ্রা। এবং গলায় থাকে গহনার বদলে নরমুণ্ডের মালা। মায়ের এই রূপ কিন্তু কালো রঙের। ক্ষিপ্ত মায়ের মাথায় আলুলায়িত চুল। এবং সর্বপোরি তিনি মহাদেব শিবের বুকে ডান পা আগে রেখে দণ্ডায়মান বস্থায় থাকেন।

134 1344780 maa kali hd wallpaper 1080p karma goddess

সাধক বামাক্ষ্যাপা ছিলেন কালী মায়ের সাধক। তাঁর দুর্বল সময়ে মা তারা তাঁকে অনেক শক্তি জুগিয়ে তাঁর পাশে ছিলেন। সেই থেকে দুর্বল সময়ে একমাত্র ভরসা তারা মা। বিপদে আপদে তাই সবাই তারা মায়ের শরণাপন্ন হন। মা তারা জীবনের প্রতিটি মুহুর্তে তাঁর ভক্তের পাশে থেকে জীবনকে সুন্দর এবং মার্যিত করে তোলে। তাই জগত সংসারে মা তারার মহিমা অসীম।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর