আর্মির শৌর্য ও বীরত্বের প্রমাণ: নদীতে নেমে গর্ভবতী হরিণের প্রাণ বাঁচালেন ভারতীয় জওয়ান

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রীতি কেরলের গর্ভবতী হাতির মৃত্যুতে কেরলবাসী লজ্জিত। কিন্তু সমাজের এক শ্রেণীর নৃশংস বর্বরতার হাত থেকে রক্ষা পায়নি ১ মাসের আরেকটি হাতি। এত কিছুর মধ্যে আমাদের সামনে অন্য এক চিত্র ভেসে উঠেছে। যার ভাষা বিবেকঘন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক গর্ভবতী হরিণের প্রাণ বাঁচালেন ভারতীয় আর্মির জওয়ান। একদিকে মানুষ বন্য পশুকে মেরে আশিক্ষার পরিচয় দিচ্ছে আরেকদিকে  গর্ভবতী হরিণের জীবন বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিচ্ছে।

   

ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার। ভারতীয় জওয়ানটি দৈনন্দিন দিনের মত পেট্রলীং করছিলেন | আর তখনই তিনি দেখতে পান একটি হরিণ নদীর জলে ভেসে যাচ্ছে | তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন | ঘটনাটি ঘটেছে খরস্রোতা নদীতে | অনেক চেষ্টার পর অবশেষে ভারতীয় আর্মির জাওয়ান উদ্ধার করেন এই হরিণটিকে | তারপর হরিণটিকে তাঁরা নিয়ে যায় বনদফতরের কাছে | সেখানে নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা শুরু হয় | ডাক্তাররা জানান হরিণটি গর্ভবতী |

হরিণটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির অর্থাৎ পৃথিবীতে এই প্রজাতির হরিণ প্রায় শেষের মুখে | এই ভারতীয় সেনা আবার প্রমান করে দিলেন তাঁরা সবসময় সকলের পাশে আছেন | তিনি প্রমান করে দিলেন তারা সব কিছুর জন্য প্রস্তুত তাতে সেটা পাকিস্তানকে জবাব দেওয়া হোক অথবা দেশের মানুষ থেকে শুরু করে পশুপাখির প্রাণ বাঁচানো | এখন কিছু মানুষ আছেন যাদের মধ্যে মনুষত্ব বেঁচে আছে |

তাকে বাঁচাতে এক মুহূর্তের জন্যও নিজের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় আর্মির জাওয়ান এবং আরো একবার প্রমাণ করলেন ভারতীয় আর্মির শৌর্য এবং বীরত্ব।

সম্পর্কিত খবর