দু দুটি আইকনিক ছবি ছেড়ে দিয়েছিলেন প্রসেনজিৎ, সেই প্রস্তাব লুফে নিয়েই আজ সুপারস্টার সলমন

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে (tollywood) প্রসেনজিৎ চ‍্যাটার্জির (prasenjit chatterjee) আধিপত‍্যের কথা আর নতুন করে কিছু বলার নেই। দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে এসেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছেন নিজের অভিনয়ের ধরন, আরো ঘষেমেজে চকচকে করেছেন অভিনয় শৈলী।

ছোট থেকেই ফিল্মি পরিবেশের মধ‍্যেই বড় হয়ে উঠেছেন প্রসেনজিৎ। বাবা বিশ্বজিৎ চ‍্যাটার্জিও ছিলেন একজন খ‍্যাতনামা অভিনেতা। বাবার পরিচালিত ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’র মাধ‍্যমেই প্রথম অভিনয় জগতেৎ পা রাখেন প্রসেনজিৎ। সেই থেকে একটানা একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন তিনি।

1562730210 prosenjitsocial
মেইনস্ট্রিম ছবি থেকে আর্ট ফিল্ম সবেতেই সাবলীল অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন প্রসেনজিৎ। অমর সঙ্গী থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চোখের বালি, উৎসব, উনিশে এপ্রিল, দোসর, খেলার মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। প্রতিটি ছবির জনপ্রিয়তাই এখনো একই রকম ভাবে বজায় রয়েছে।

বলিউডেও (bollywood) দুটি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। ১৯৯০ সালে আঁধিয়া ও ১৯৯১ তে মিত মেরে মন কে, এই দুটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সাফল‍্যের মুখ দেখেনি কোনো ছবিই। তবে এর আগেই বলিউডে অভিষেক করার কথা ছিল প্রসেনজিতের। এমনকি সলমন খানের (salman khan) বদলে তাঁরই অভিনয় করার কথা ছিল দু দুটি আইকনিক ছবিতে।

salman khan 1584090953
‘ম‍্যায়নে পেয়ার কিয়া’ ও ‘সাজন’ এই দুটি সুপারহিট ছবিতে অভিনয় করেন সলমন। ম‍্যায়নে পেয়ার কিয়া ও সাজন এই দুটি ছবিই সলমনের কেরিয়ারের অন‍্যতম মাইলফলক হিসেবে ধরা হয়। এই দুটি ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। কিন্তু একথা অনেকেই জানেন না সলমনের বদলে প্রথমে প্রসেনজিতের কাছেই এসেছিল প্রস্তাব।

কিন্তু সে প্রস্তাবে ‘না’ করে দেন প্রসেনজিৎ। বাধ‍্য হয়ে পরিচালকরা তাঁর জায়গায় নেন সলমনকে। আর ভাগ‍্য খুলে যায় ভাইজানের। অপরদিকে বক্সঅফিসে সুপারহিট ম‍্যায়নে পেয়ার কিয়া ছেড়ে দিয়ে পরের বছর আঁধিয়া ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন প্রসেনজিৎ। কিন্তু নিয়তির এমনি পরিহাস, মুখ থুবড়ে পড়েছিল সেই ছবিও। এক বছর পর দ্বিতীয় ছবিও তাই। তারপর আর বলিউডে নায়ক হওয়ার স্বপ্ন দেখেননি প্রসেনজিৎ। টলিউডে তিনি ‘ইন্ডাস্ট্রি’। অন‍্যদিকে বলিউডে নিজের জায়গা কায়েম করে নিয়েছেন সলমন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর