গাড়ি করে আইসক্রিম খাইয়ে আনতেন ‘বুম্বা মামু’, সেই সোহমের ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের ‘হরলিক্স বয়’ সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সেই কোন ছোট্টবেলায় একটা সংলাপ বলেছিলেন, ‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব!’ বড় বড় চোখের মিষ্টি মুখের ছেলেটা ওই এক সংলাপেই জনপ্রিয় হয়ে গেলেন। সেই জনপ্রিয়তা ফিকে হয়নি এখনো। হ‍্যাঁ, টুকটাক মিমও হয় বটে ওই সংলাপ নিয়ে। কিন্তু সোহম সেসব উপভোগই করেন।

ইন্ডাস্ট্রির অন‍্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। এখন আবার প্রযোজনা আর গানও গাইছেন সোহম। তাঁর আসন্ন ছবি ‘কলকাতার হ‍্যারি’তেই শোনা যাবে অভিনেতার কণ্ঠে গান। আর এই ছবিতেই অভিনয় করবেন তাঁর ‘মামু’ প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee)।


সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে হুট করে অতীতে ফিরে গিয়েছিলেন সোহম। জানালেন, প্রসেনজিৎ তাঁর কাছে ‘বুম্বা মামু’। তাঁকে কোলেপিঠে করে বড় করেছেন প্রসেনজিৎ। সেই ছোট্টবেলা থেকে দুজনের অসমবয়সী বন্ধুত্বের সূত্রপাত। দুজনের আলাদা আলাদা ফ্লোরে শুটিং চলত। কিন্তু বিরতির সময় সোহমকে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে আইসক্রিম খাইয়ে আনতেন প্রসেনজিৎ।

ছোট থেকে যখন বড় হলেন সোহম, ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করার স্ট্রাগলের সময়েও প্রসেনজিতের থেকে নৈতিক সমর্থন পেয়েছেন তিনি। ছোটবেলায় যেমন তাঁর সমস্ত জেদ, আবদার ছিল বুম্বা মামুর কাছে, বড় হয়েও সেটা বদলায়নি। এখনো কোনো বিষয় নিয়ে মনস্থির করতে হলে আগে প্রসেনজিৎকেই জিজ্ঞাসা করেন তিনি।

কলকাতার হ‍্যারির জন‍্যও সোহমই প্রস্তাবটা রেখেছিলেন ‘ইন্ডাস্ট্রি’র কাছে। না করতে পারেননি প্রসেনজিৎ। এটা তাঁর কাছে এবং কলকাতার হ‍্যারির গোটা টিমের কাছেই একটা বড় প্রাপ্তি বলে জানান সোহম।


ছবির গল্পের কেন্দ্রীয় চরিত্রে হরিনাথ পাত্র। পেশায় তিনি প্রাইমারি স্কুলের একজন পুল কার চালক। অবশ‍্য এই পেশা ছাড়াও তাঁর একটি শখ রয়েছে। সেটা হল ম‍্যাজিক। রাস্তাঘাটে কচিকাঁচাদের ম‍্যাজিক দেখান হরিনাথ। নিজে তিনি হ‍্যারি পটারের ভক্ত। পাশাপাশি জমিয়ে গল্পও বলতে পারেন। এই চরিত্রতেই দেখা যাবে সোহমকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

এছাড়াও অন‍্যতম মুখ‍্য চরিত্রে রয়েছে ছোট্ট তিতলি। মাত্র ১০ বছর বয়স তার। মেয়েকে নিয়ে চিন্তায় চিন্তায় থাকেন তার মা। তিতলির অবশ‍্য একজন বড় দিদিও আছে। বয়সে তিতলির থেকে ১৪ বছরের বড় মোহর। পেশায় শিক্ষিকা। মুখ‍্য চরিত্রে রয়েছে এই তিনজন। ছোটদের জন‍্য তৈরি এই ছবি ঠাসা ম‍্যাজিক আর মজায়।

ছবির পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। এই প্রথমে প্রযোজনায় হাতেখড়ি দিতে চলেছেন সোহম। সোহম ও প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে রয়েছে শিশুশিল্পী ঐশিকা গুহঠাকুর। এছাড়াও দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ‍্যায়, লাবণী সরকারের মতো অভিনেতা অভিনেত্রীদের। তবে বড় চমক অতিথি শিল্পী হিসাবে রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের অভিনয়। আগামী ৬ মে মুক্তি পেতে চলেছে কলকাতার হ‍্যারি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর