কোহলিদের কেমন করে হারানো যায় সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে প্রোটিয়া কোচ ইনক এনকোয়ার।

আগামী 15 ই সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ। কিন্তু এই সিরিজ শুরু হওয়ার আগেই কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে প্রোটিয়া শিবিরের। আর এমটাই জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন টিম ডিরেক্টর ইনক এনকোয়ার বক্তব্যে।

ভারতের বিরুদ্ধে সফর শুরুর আগে অনেক কাজ বাকি রয়েছে নিজেদের ভালোভাবে গুছিয়ে নিতে হবে এমনটাই জানিয়েছেন প্রোটিয়া কোচ ইনক এনকোয়া। এছাড়াও তিনি বলেছেন যে সবে মাত্র বিশ্বকাপ শেষ হয়েছে আর বিশ্বকাপে ভারত দুর্দান্ত ফর্মে ছিল তাই এখন ভারতের বিরুদ্ধে এই সিরিজ তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। অপরদিকে ভারত কে কেমন করে হারানো যায় সেই ব্যাপারে দিনরাত পরিশ্রম করে চলেছে সাউথ আফ্রিকা দল।

IMG 20190905 203211

ডুপ্লেসিসের নেতৃত্বাধীন সাউথ আফ্রিকা ক্রিকেট দল বিশ্বকাপে একেবারেই হতাশ করেছে তাদের সমর্থকদের। 9 টি ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেছে প্রোটিয়ারা। অপরদিকে 5 টি ম্যাচে হারতে হয়েছে তাদের এবং একটি ম্যাচ ড্র করেছে। আর এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এই ভারত সফর কার্যত চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিমের কাছে।

এছাড়াও সাউথ আফ্রিকার কোচ ইনক এনকোয়া বলেন আমরা এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা কোচ নিয়োগ করেছি। এখন আমরা ঘন্টার পর ঘন্টা ধরে শুধু স্ট্র্যাটেজি তৈরি করেছি কিভাবে ভারতের মোকাবিলা করা যায়। সেই সাথে তিনি বলেন আমাদের খেলোয়াড়দের বাড়তি আরও একটা চাপ সামলাতে হবে সেটা হল ভারতের মাটিতে ভারতীয় দর্শকদের চিৎকার।

উল্লেখ্য এর আগেরবার ভারত সফরে এসে ভারত কে টি-টোয়েন্টি এবং ওয়েনডে  সিরিজে হারায় সাউথ আফ্রিকা। কিন্ত টেষ্ট ম্যাচে তাদেরকে হারের মুখ দেখতে হয়। এখন এটাই দেখার যে এবারে কোন দল কেমন পারফরম্যান্স করে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর