PSL জিতে ভারতীয় সেনাকে অপমান আফ্রিদির দলের! ক্ষোভে ফুঁসছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ‍্য শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ ২০২৩ (PSL 2023)। দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়েছে শাহীন আফ্রিদির (Shahin Shah Afridi) লাহোর কালান্দার্স (Lahore Qalandars)। কিন্তু তারপরে সেই দলের তরফ থেকে এমন একটি কাজ করা হয়েছে যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ক্ষুব্ধ করে তুলেছে। এমনিতেই ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে সম্পর্ক বহুদিন ধরেই খুব একটা সুবিধার নয়। তার ওপর ভারতের সেনাবাহিনীকে নিয়ে ব্যঙ্গাত্মক এই মন্তব্য ভারতীয় নেটিজেনদের ক্ষুব্ধ করে তুলেছে।

ভারতীয় সেনার সঙ্গে যুক্ত অভিনন্দন বর্তমানের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। তিনি ভারতের ফাইটার এয়ারক্রাফটের এক বিখ্যাত পাইলট। তিনি পাকিস্তানের মাটিতে আটক হওয়ার পর সসম্মানে তাকে ভারতের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। কিন্তু এবার তাকেই নিজেদের ব্যাঙ্গের শিকার করে তুলেছেন পিএসএলের এই ফ্র‍্যাঞ্চাইজিটি।

উইং কমান্ডার অভিনন্দন ২০১৯ সালে মিগ-২১ নিয়ে পাকিস্তানে ঢুকে গিয়েছিলেন নিজের দায়িত্ব পালন করতে এবং ভারতীয় বিমানবাহিনীর সাথে যোগাযোগ হারিয়ে সেখানে ক্ষতিগ্রস্থ বিমান থেকে নামতে বাধ্য হন। অভিনন্দন বিমান থেকে নিরাপদে বের হয়ে গেলেও পাকিস্তানি গ্রামবাসীদের দ্বারা অত্যাচারিত হন এবং সেখানে তাদের সেনাবাহিনীর হাতে বন্দী হন। এরপরে, পাকিস্তানি কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করে যেখানে অভিনন্দন পাকিস্তানের কর্মীদের প্রশংসা করেছেন তাকে চিকিৎসা দেওয়ার জন্য এবং তাকে পেশাদারিত্বের সাথে পরিচালনা করার মতোই কাজ ভারতের সেনাবাহিনীও একই পরিস্থিতিতে করুক, এমনটা চেয়েছেন।

সেই সময় একটি বিশেষ ঘটনা ঘটেছিল। অভিনন্দনের সাথে কথা বলার সময় একজন পাকিস্তানি কর্মকর্তা যখন তাদের দেওয়া চা সম্পর্কে অভিনন্দনের মতামত জানতে চান, তখন তিনি উত্তর দিয়েছিলেন: “চা-টি অসাধারণ, ধন্যবাদ।” এরপর থেকেই তার চা নিয়ে করা এই মন্তব্য গুলি পাকিস্তানি ট্রোলারদের কাছে একটি হাতিয়ার হয়ে ওঠে ভারতকে ব্যঙ্গ করার। লাহোর কালান্দার্সও তেমনই একটি কাজ করেছেন তাদের ক্রিকেটার মহম্মদ হুসেইন তালাতের ছবি ব্যবহার করে।

এক মিলিয়নেরও বেশি সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স নিয়ে, লাহোর কালান্দার্স একটি অদ্ভুত ক্যাপশন সহ অলরাউন্ডার মহম্মদ হুসেইন তালাতের চায়ে চুমুক দেওয়ার একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশনে তারা লিখেছে, “এটা তো ‘টি ইজ ওয়ান্ডারফুল’ হয়ে গেলো”। গোটা ব্যাপারটি এখন সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তৈরি করেছে কারণ অভিনন্দন বর্তমান পাকিস্তানের সেনাবাহিনীর সামনে তাদের যা সম্পর্কে ঠিক একই মন্তব্য করেছিলেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর