বড় খবর : Jio এর হাত ধরে ভারতে ফিরতে পারে PUBG

Jio এর হাত ধরে ভারতে (India) ফিরতে চলেছে PUBG! সূত্র থেকে জানা যাচ্ছে এমনটাইকিছুদিন আগেই আরো ১১৭ টি অ্যাপের সাথে ব্যান করা হয়েছিল জনপ্রিয় PUBG mobile গেমটিকে। যার ফলে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে নির্মাতা সংস্থাদের। এবার পাবজি মোবাইলের ফিরে আসা নিয়ে বড় সড় ইঙ্গিত দিল পাবজির নির্মাতা সংস্থা পাবজি মোবাইল কর্পোরেশন।

PUBG JIo partnership 1024x538 1

একটি সূত্র থেকে জানা যাচ্ছে, যে উভয় সংস্থাই তাদের আইনী দলকে লভ্যাংশ ভাগের হিসেবে নিযুক্ত করেছে। আপাতত দুটি সম্ভাবনা রয়েছে, প্রথমটি হ’ল ৫০ঃ৫০ বিভক্ত হওয়া। পাশাপাশি অন্য যে সম্ভাবনার কথা উঠে আসছে তা হল, রিলায়েন্স জিও প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর উপর ভিত্তি করে পিইউবিজি কর্পোরেশনকে টাকা দেবে।

জানা যাচ্ছে এই মুহুর্তে কেবলমাত্র প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। যদি এই কথাবার্তা শেষ পর্যন্ত পৌঁছায় তবে জিও খুব শীঘ্রই গেমিং মার্কেটে আসতে চলেছে। মনে রাখা দরকার, মাইক্রোসফ্ট কর্পোরেশনগুলির চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেল্লার সাথে আলোচনায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছিলেন, “সংগীত, সিনেমা এবং টেলিভিশন শো একসাথে যতখানি বড় তার চেয়ে ভারতে গেমিং বড় হবে।”প্রসঙ্গত, মাইক্রোসফটও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা জিও এর গেমিং এর জন্য প্রজেক্ট এক্স-ক্লাউড তৈরি করছে।

জিও এই মুহুর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা। ইতিমধ্যেই টেলিকম ইন্ডাস্ট্রি ছাড়িয়ে ই-কমার্স বাজারেও নাম লিখিয়েছে জিও। PUBG এর সাথে গাঁটছড়া বেঁধে গেমিং ব্যাবসায় নামলে যে বিশ্বের বড় বড় সংস্থাকে টেক্কা দেবে জিও। তা আর বলার অপেক্ষা রাখে না

সম্পর্কিত খবর