তোলা না দিতে পারায় ফেলে দেওয়া হয়েছিল কিশোরের সব ডিম, ভাইরাল ভিডিও দেখে সাহায্যের হাত বাড়াল জনতা

বাংলাহান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই ইন্দোরের তোলা বাজির এক ঘৃণ্য রূপ সামনে এসেছেল নেটপাড়ার। ভাইরাল ভিডিও (viral video) তে দেখা গিয়েছিল, মাত্র ১০০ টাকা তোলা দিতে না পাড়ায় রাস্তার ওপর উল্টে ফেলে দেওয়া হয়েছিল কিশোর ব্যাবসায়ীর সব ডিম। তার সাহায্যের জন্য এগিয়ে এল জনতা।

20200726 163438

বর্তমানে সামাজিক মাধ্যমের যুগে মানুষের কাছে অতি দ্রুত পৌঁছে যাচ্ছে খবর। সেই খবর অনেক সময়ই অন্যায়ের। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের মজা নেওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতেও ভুলছেন না নেটাগরিকেরা। আবার প্রয়োজন মত বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত৷ এবার ভাইরাল ভিডিও দেখে এই অসহায় কিশোরের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিল জনতা।

https://www.instagram.com/p/CC84o_oliAh/?igshid=14514xm1l7jbb

ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশ জুড়ে ক্ষোভের সঞ্চার হয়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আম জনতা এই শোষনের বিরুদ্ধে গর্জে ওঠে সবাই৷ সকলেই এক বাক্যে ধিক্কার জানিয়েছেন অপরাধীকে। তার শাস্তিও দাবি করেছেন।

https://www.instagram.com/p/CC_aBHkFflH/?igshid=17nq9x2qw602j

পাশাপাশি কিশোরকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাতও। নতুন করে তাকে ব্যাবসা শুরু করার জন্য অনেকেই আর্থিক সাহায্য করেছে। বিজেপির একজন বিধায়ক এই শিশুটিকে অর্থ দিয়েছেন এবং একটি সাইকেলও উপহারও দিয়েছেন। পাশাপাশি আধিকারিকেরাও তার পাশে দাঁড়িয়েছেন৷ তারা তাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ একটি ভিডিওতে সকলকে উপকারের জন্য ধন্যবাদও জানিয়েছে ছেলেটি।

https://www.instagram.com/p/CDBp8mklYix/?igshid=1xk1k6kgs5lp6

https://www.instagram.com/p/CC_domll7x1/?igshid=1lf3tt3bkinda

 

সম্পর্কিত খবর