স্বামীকে ভেজা চুমু খেয়ে অভিনব করবা চৌথ পূজার! নেটিজেনরা বললেন, ‘উপোস তো ভেঙেই গেল’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউড দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন মুম্বইয়েই সংসার পেতেছেন অভিনেত্রী পূজা বন্দ‍্যোপাধ‍্যায় (puja banerjee)। সেখানেই কেরিয়ার গড়ার পাশাপাশি স্বামী কুণাল ভার্মা (kunal verma) ও ছেলে কৃশিবকে নিয়ে ভরা সংসার পূজার। অবাঙালি ঘরের গৃহবধূ হলেও মাঝে মধ‍্যেই কলকাতায় এসেও ঘুরে যান পূজা। বাঙালি রীতি নীতি যেমন নিষ্ঠাভরে পালন করেন তেমনি নিজের শ্বশুরবাড়ির দিকের নিয়ম, অনুষ্ঠানেও অনীহা নেই তাঁর।

সম্প্রতি করবা চৌথ ব্রতও পালন করতে দেখা গিয়েছে পূজাকে। তবে একটু ভিন্ন ভাবে ব্রত পালন করেছেন তিনি। স্বামী কুণালকে জড়িয়ে ধরে চুম্বন করে করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন পূজা। দুজনের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা। মজা করে অনেকে কমেন্টে লিখেছেন, উপোস তো ভেঙেই গেল করবা চৌথের।


অবশ‍্য রীতি, নিয়ম মেনেও ব্রত পালন করেছেন পূজা। সারাদিন নির্জলা উপোস করে থেকে রাতে চালুনি দিয়ে চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে তারপর উপোস ভেঙেছেন পূজা। তখন রীতিমত ঘোমটা মাথায় সংষ্কারি বধূবেশে দেখা গিয়েছে তাঁকে। ব্রত পালনের কিছু ঝলক নিয়ে একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/CVaOfwdIx8P/?utm_medium=copy_link

গত বছরেও করবা চৌথ ব্রত পালনের ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন পূজা। লাল শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, টিকলি, হাতে লাল চুড়ি, গলায় মঙ্গলসূত্র পরে এদিন ক‍্যামেরাবন্দি হন অভিনেত্রী। সন্ধ‍্যেয় পুজো করে চালুনির মধ‍্য দিয়ে চাঁদ দেখে নিষ্ঠা ভরে ব্রত পালন করেন তিনি।

https://www.instagram.com/reel/CVc7YlpoPCR/?utm_medium=copy_link

তবে গত বছর এ সময় সদ‍্য মা হয়েছিলেন বলে পূজাকে নির্জলা উপোস করতে মানা করেছিলেন কুণাল। স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘তোমাকে আমার আশীর্বাদ। উপোস করার জন‍্য ধন‍্যবাদ। কিন্তু অন্তত এই বছরে নির্জলা উপোস করো না। তুমি জানো আমাদের সঙ্গে জুনিয়র ভার্মা রয়েছে।’ এ বছরে কৃশিব অনেকটাই বড়। সদ‍্য এক বছরে পা দিয়েছে সে।

সম্পর্কিত খবর

X