কোহলিদের বড় ব্যবধানে হারিয়ে IPL 2022-এর প্লে অফের লড়াই আরও জমিয়ে দিল পাঞ্জাব কিংস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাড্ডাহাড্ডি ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-কে টেক্কা দিয়ে জয় তুললো ময়ঙ্ক আগরওয়ালের পাঞ্জাব কিংস। ৫৪ রানের ব্যবধানে আরসিবিকে হারিয়ে প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলেন রাবাডা, বেয়ারস্টো-রা। এই হারের পর আরসিবির রান রেট আরও খারাপ অবস্থায় পৌঁছলো। নিজেদের শেষ ম্যাচে জিতলেও প্লে অফ আর নিশ্চিত থাকছেনা কোহলিদের। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ম্যাচের দিকে।

আজ প্রথমে ব্যাট করে ঝড় তুলেছিল পাঞ্জাব কিংস। ওপেনিংয়ে ঝড় তোলেন ধাওয়ান-বেয়ারস্টো জুটি। ধাওয়ান ২১ রানে আউট হওয়ার পর রানের গতি বজায় রেখেছিলেন ব্রিটিশ ওপেনার। পাওয়ার প্লে-তে ৮৩ রান তোলে পাঞ্জাব। এরপর ২৯ বলে ৭ টি ছয় ৪ টি চার সহযোগে ৬৬ রান করে আউট হন বেয়ারস্টো।

জনি বেয়ারস্টো আউট হওয়ার পর একক দক্ষতায় দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান লিয়াম লিভিংস্টোন। ময়ঙ্ক আগরওয়াল (১৯) ছাড়া তাকে খুব বেশি সহায়তা করতে পারেননি কেউই। ৪২ বলে ৭০ রানের একটি উপযোগী ইনিংস খেলেন লিভিংস্টোন। আরসিবির সামনে জয়ের জন্য তারা ২০৯ রানের লক্ষ্য রেখেছিল। দুই ব্যাটারের তান্ডবলীলার মাঝেও বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন ওয়ারিন্দু হাসারাঙ্গা। নিজের ৪ ওভারে ৩৪ রান দিলেও ৪ টি উইকেট নেন হর্ষল প্যাটেল। চলতি মরশুমে আরসিবির সবচেয়ে সফল বোলার জস হ্যাজেলউড আজ চূড়ান্ত ব্যর্থ। নিজের চার ওভারে কোনও উইকেট না নিয়ে ৬৪ রান দিয়েছেন তিনি।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ২০ রান করে রাবাডার শিকার হয়ে ফেরেন কোহলি। ব্যর্থ অপর ওপেনার ও অধিনায়ক দু প্লেসিস (১০)। রজত পতিদার (২৬) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৩৫) মিলে কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্ত তারা আউট হওয়ার পর আর কেউ লড়াই বজায় রাখতে পারেনি। ব্যর্থ দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদরা। ২০ ওভারে ১৫৫-এর বেশি তুলতে পারেনি আরসিবি। ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেন রাবাডা। জিতে দিল্লির সাথে প্লে অফের লড়াইয়ে টিকে রইলো পাঞ্জাব কিংসও।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর