ভারত-পাক যুদ্ধে প্রাণ হারাল পাঞ্জাবী জওয়ান, অন্তিম কালে মা করল সেলাম

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) সঙ্গে পাকিস্তানের গুলির লড়াই প্রাণ কাড়ল এক পাঞ্জাবী জওয়ানের (Punjabi army)। পাকিস্তানী সেনার হাতে ফের প্রাণ হারাল ভারতের এক বীর যোদ্ধা। মারা যাওয়ার আগে দুই সন্তানের ছবি দেখতে চেয়েছিলন এবং খুব শীঘ্রই ঘরে ফেরার আশ্বাসও দিয়েছিলেন তিনি। কিন্তু কেউ তখন বিন্দুমাত্র টের পাননি তাঁর অন্তিম পরিণতির কথা। বাড়ি ফেরা হল না জওয়ানের, ফিরল তাঁর কফিন বন্দী মরদেহ।

   

ভারত-পাক যুদ্ধ প্রাণ কাড়ল সেনার
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ভারত-পাক সীমান্তে গুলির লড়াইয়ে প্রাণ হারায় বাটালা গ্রামের তরুণ বীর গুরুচরণ সিং। মাত্র ২৮ বছর বয়সী এই জওয়ানের মৃত্যুর পর তাঁর মরদেহ গ্রামে আসতেই শোকের ছায়া নেমে আসে। ১৯৯১ সালের ৭ ই অক্টোবর জন্ম গ্রহণ করার পর মাত্র ১৮ বছর বয়সে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি ১৪ টি শিখ রেজিমেন্টে যুক্ত ছিলেন।

রাষ্ট্রীয় সম্মানে শেষ শ্রদ্ধা জানানো হয়
স্ত্রী রঞ্জিত কৌর, মা পালবিন্দর কৌর, পিতা সালভিন্দর সিংহ এবং দুই সন্তান নিয়ে তাঁর পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদের নিথর দেহ বাড়িতে আনার সাথে সাথেই কান্নায় ভেঙ্গে পড়েন সকলেই। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে রাষ্ট্রীয় সম্মানে শূণ্যে গুলি ছুঁড়ে শেষকৃত্যে সম্মান জানানো হয় এই বীর যোদ্ধাকে।

শোকার্ত পরিবার
মৃত সৈনিকের মাত্র ৬ মাস বয়সী পুত্র সন্তান আগমজোট সিং যখন তাঁর মুখাগ্নি করতে যায়, চোখ থেকে অশ্রু মুছে যায় সকলের। ছেলের মৃতুতে শোকার্ত মা হাত তুলে তাঁকে সেলাম জানায়। শহীদের অবসরপ্রাপ্ত সৈনিক পিতা জানান, ‘ছেলের মৃত্যুতে আমি শোকাহত। তবে আমি গর্বিত আমার ছেলে দেশের সেবায় নিজের প্রাণ উৎসর্গ করেছ’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর