পুরীর জগন্নাথ মন্দিরে তাণ্ডব চালালো দুষ্কৃতিরা, ভেঙে চুরমার ১০০ টিরও বেশি উনুন

বাংলাহান্ট ডেস্ক : পুরীর জগন্নাথ মন্দিরে (Shri Jagannatha Temple Puri) চলল আক্রমণ। ভাঙচুর করা হয় মন্দিরের রান্না ঘরের ১০০ টিরও বেশি উনুন। শনিবার রাতে কিছু বিবাদের জেরেই এই ঘটনা ঘটায় একদম অজ্ঞাত পরিচয় ব্যক্তি, এমনটাই জানা যাচ্ছে মন্দির সূত্রে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশের ভক্তমহলে।পুরীর মন্দিরের এই রান্নাঘর অত্যন্ত ঐতিহ্যবাহী। মন্দিরের আচার অনুষ্ঠানের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ ভাবে সম্পর্কযুক্ত বিশাল এই রান্নাঘরটি। আর সেখানে ভাঙচুরের ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে মন্দিরের নিরাপত্তা নিয়ে।

   

মন্দির সূত্রে জানা গিয়েছে পিঠাগাদা, কোঠাভোগ, সাতপুরী এবং থালিয়াদা উনুন গুলি ভাঙচুর করা হয়েছে। যদিও ঠিক কী উপায়ে ভাঙচুর করা হয় এই উনুনগুলি তা অবশ্য এখনও জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরীর পুলিশ সুপার এবং কালেক্টর সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা। মন্দিরে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা।

পুরীর কালেক্টর সমর্থ বর্মা বলেন,’রবিবার বিকেল নাগাদই কেউ মন্দিরের রান্নাঘরের উনুনগুলি ভেঙেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন প্রশাসক এবং অতিরিক্ত এসপি দ্বারা একটি যৌথ তদন্ত শুরু করা হয়েছে। আমরা আজ দেবতাদের কোঠাভোগ নিবেদনের সমস্ত আচার অনুষ্টান পরিচালনাই নিশ্চিত করেছি।’ সোমবারের মধ্যেই রান্নাঘর মেরামতি করে মন্দিরের মহাপ্রসাদের স্বাভাবিক পরিমাণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান কালেক্টর। একই সঙ্গে মন্দিরের প্রবেশ পথে নিরাপত্তার লাগানো হবে সিসিটিভিও। অভিযুক্তদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দেওয়ার কথাও বলেছেন তিনি।

Puri Temple,Odisha puri Jagannath Temple,attack,kitchen,পুরী,ওড়িশা,জগন্নাথ মন্দির,ভাঙচুর,রান্নাঘর,Shri Jagannatha Temple Puri

পুরীর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক সংস্কার, রীতি রেওয়াজ। মন্দিরের প্রথা অনুযায়ী সেগুলি মেনে চলতেই হয়। গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগ জড়িত এই মন্দিরের সঙ্গে। পুরীর জগন্নাথ মন্দিরের যেখানে প্রবেশ করতে গেলে পার করতে হয় বেশ কঠিন নিরাপত্তার ঘেরাটোপ, নথিবদ্ধ হয় প্রতিটি দর্শনার্থীর নাম ধাম, সেখানে কীকরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মন্দিরে ঢুকে রান্নাঘরে ভাঙচুর চালাতে পারে তা নিয়েই উঠছে প্রশ্ন। ঘটনার জেরে যে তুমুল ক্ষোভ সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ ভক্তের মধ্যে তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর