প্রথা মেনেই পুরীতে রথে চড়বেন দেব জগন্নাথ, মাহেশে বন্ধ ৬২৪ বছরের মেলা

বাংলাহান্ট ডেস্কঃ বৈষ্ণবদের অন্যতম প্রধান উৎসব পুরীর (puri) জগন্নাথ (jagannath) দেবের রথযাত্রা (rathyatra)। প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেব এই দিন পুরীর জগন্নাথ মন্দির ছেড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান৷ বহু বছরের প্রচলিত এই ধর্মাচার কি এবার বন্ধ হয়ে যাবে? করোনা আবহে এই প্রশ্ন ছিলই। কিন্তু পুরীতে জগন্নাথ দেব রথে চড়বেন বলে জানা গেলেও ৬২৪ বছরের ইতিহাসে প্রথম বন্ধ থাকছে মাহেশের রথ।

২৩ জুন, ৮ আষাঢ় রথযাত্রা উৎসব পুরীতে যথা নিয়মেই হবে কিন্তু করোনা পরিস্থিতিতে উপস্থিত থাকতে পারবেন না কোনো ভক্ত। প্রথমবার ভক্তদের উপস্থিতি ছাড়াই রথে চড়বেন জগৎপতি । শনিবার প্রশাসনের সঙ্গে জগন্নাথদেবের মন্দির পরিচালনা কমিটির বৈঠকের পর পুরীর গজপতি দিব্যা সিং দেব একথা জানিয়েছেন। সেবাইত, পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতেই হবে স্নান যাত্রা ও রথযাত্রা। তবে সেই দৃশ্যের সরাসরি সম্প্রচার হবে।

download 1 6

অন্যদিকে ৬২৪ বছরের ঐতিহ্য মন্ডিত মাহেশের রথযাত্রা এবারের মত স্থগিত করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, যে হেতু এই মেলাকে কেন্দ্র করে প্রতিবছর বিরাট জনসমাগম হয় তাই করোনা পরিস্থিতিতে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৫ জুন স্নানযাত্রা হবে না স্নানমঞ্চে। শুধুমাত্র বিগ্রহ দেরকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বার করে বারান্দায় এনে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হবে। রথের দিন মন্দিরের পাশে অস্থায়ী মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। শুধু মাত্র শালগ্রাম শিলা যাবে মাসির বাড়ি।

সম্পর্কিত খবর