ভুলেও বাড়ির এই স্থানে রাখবেন না আয়না, সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনের ব্যস্ত জীবনে মানুষ আয়নার (mirror) সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চিনতে শেখে। কোথাও বেরোনোর আগে হোক কিংবা, পড়ন্ত বিকেলে একা আনমনে আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ নিজেকে নতুন করে সাজিয়ে তোলে। কিন্তু জানেন কি- দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ জিনিসটিরও অনেক গুণাগুণ রয়েছে। বাস্তুমতে সঠিক স্থানে আয়না না রাখলে জীবনে নেমে আসে ঘর অমঙ্গল, আর আয়নার সঠিক অবস্থানে আপনার জীবনে ছড়িয়ে পড়বে খুশির বাহার।

d7252de9814898d47e6629428cb5eb14

  • আয়না টাঙানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন- আয়নায় যে কোন শুভ কিছুর প্রতিবিম্ব দেখা যায়। ঠাকুরের ছবি হলে তো খুবই ভালো হয়।
  • দরজা বা জানলার উল্টো দিকে বা কখনই আয়না লাগাতে নেই।

pic 12

  • বাড়িতে যে ঘরে সবসময় আপনার বেশি যাওয়া আসা, অর্থাৎ বেশিক্ষণ কাটান যে ঘরটিতে, সেই ঘরের উত্তর-পূর্ব দিক করে একটি সুন্দর আয়না লাগান। দেখবেন উপার্জন করবেন দুহাত ভরে।
  • আয়নার কাঁচ সর্বদা পরিস্কার রাখবেন। নোংরা আয়নার কাঁচ অশুভ ইঙ্গিতবাহী।

696240000605e2bf2dfec38f882fe555

  • ঘরে বিভিন্ন জায়গায় আয়না লাগাতে পারেন। তবে কখনই একজায়গায় অনেকগুলো ছোট ছোট আয়না লাগানো উচিত নয়। এতে অশুভ ইঙ্গিত বয়ে আনে।
  • আয়না কখনই দেওয়ালের অনেক উপরে বা নীচে টাঙানো উচিত নয়। এতে পরিবারের সদস্যরা অসুস্থ হতে পারে।

bg 1548852461

  • ভুল করেও শোয়ার ঘরের খাটের সামনে আয়না লাগাবেন না। দাম্পত্য কলহ ঘুচবে না জীবন থেকে।
  • বাস্তু বিশরদরা বলছেন, আয়না সবসময় ঢেকে রাখাই ভালো। এমন জায়গায় আয়না লাগাবেন, যা ব্যবহারের পর বন্ধ করে রাখা যায়।
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর