শেষে লকডাউন সফল করতে রাস্তায় সিংহ ছেড়ে দিল পুতিন?

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) কারণে গোটা বিশ্ব হাহাকার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। অনেক দেশেই লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় রাশিয়ার একটি ম্যাসেজ ভাইরাল হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) রাশিয়ার (Russia) মানুষকে বাড়িতে থাকার আবেদন করার পরেও তাঁরা মানছে না। আর সেই জন্য পুতিন রাশিয়ার রাস্তায় ৮০০ বাঘ আর সিংহ ছেড়ে দিয়েছে।

https://twitter.com/_Chinioty/status/1241606270878191617

পুতিনের এই ম্যাসেজ সমস্ত সোশ্যাল মিডিয়ায় জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ছে। সবাই এই পোস্ট শেয়ার করে ভাইরাল করছে। ট্যুইটারে একজন এই ছবি শেয়ার করে লেখেন, পুতিন রাশিয়ার মানুষকে দুটি বিকল্প দিয়েছে। হয় দুই সপ্তাহের জন্য ঘরে থাক, নাহলে পাঁচ বছরের জন্য জেলে। এর মাঝে কোন রাস্তা নেই। মানুষ যাতে বাড়ি থেকে বের না হয়, এর জন্য ৮০০ বাঘ আর সিংহ ছেড়ে দেওয়া হয়েছে।

আপনাদের জানিয়ে দিই, রাশিয়া করোনা ভাইরাসে ৩০০ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। আর একজনের মৃত্যুও হয়েছে। দেশের অনেক এলাকাতেই করোনা ভাইরাস আগুনের মতো ছড়িয়ে পড়ছে।

আমরা যখন সোশ্যাল মিডিয়ায় এই দাবির তদন্ত করি। তখন এই দাবি সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়। সিংহের যেই ছবি ভাইরাল করা হচ্ছে, আসলে সেটি চার বছরের পুরনো। ওই ছবি ২০১৬ সালে ডেইলি মেইলে ছাপা হয়েছিল, আর ওই ছবি আফ্রিকার। সেখানে চার বছর আগে একটি সিংহ জনবসতিতে চলে এসেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর