বন থেকে বেরিয়ে আস্ত ময়ূরকে গিলে খেল অজগর

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। ভাইরাল ছবি ভিডিওতে শুধু মানুষ নয় রাতারাতি ভাইরাল হয়ে যায় বন্যপ্রাণীরাও।

জলবায়ুর পরিবর্তনের বিষম ফল ভোগ করছে বন্যপ্রাণীরা৷ অত্যাধিক উষ্ণতা ও বৃষ্টির কারনে নাজেহাল ময়ূরেরা চলে যাচ্ছে গভীর জঙ্গলে। আর সেখানেই তাদের হতে হচ্ছে অন্য প্রাণীর শিকার। পিটি আই সূত্রে পাওয়া এই খবর থেকেই বর্তমানে শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়।

   

ঘটনাটি হরিয়ানার যমুনাগর এলাকার। বাসিন্দারা জানাচ্ছেন, মনের আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ময়ূরটি। ঘুনাক্ষরেও সে ভাবতে পারেনি নিঃশব্দে তার পাশেই ঘাপটি মেরে রয়েছে মৃত্যু। হঠাৎ করেই জঙ্গল থেকে একটি পাইথন বেরিয়ে এসে ধরে ফেলে ময়ূরটিকে। গ্রামবাসীরা সাথে সাথে খবর দেন পুলিশ ও বনিকর্মীদের। কিন্তু ২০ ফুট লম্বা ঐ পাইথনের কবল থেকে বাঁচানো সম্ভব হয়নি ময়ূরটিকে।

কিছুদিন আগে, একটি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) আধিকারিক একটি অজগরটির একটি ভিডিও শেয়ার করেছেন পুরো হরিণটি গিলে ফেলে। দুই মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে যে সাপটি আস্তে আস্তে পুরো হরিণটি মুখে রেখে। একটি খরগোশ বা ইঁদুরের মতো ছোট ছোট প্রাণীকে সাপগুলি গ্রাস করার ভিডিওগুলি মোটামুটি সাধারণ, তবে অজগরটির একটি সম্পূর্ণ হরিণ জড়িয়ে দেওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল।

সম্পর্কিত খবর