অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের অনুরোধ মেনে কমানো হল কোয়ারেন্টিনের দিন, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ

বাংলা হান্ট ডেস্কঃ গত 16 ই সেপ্টেম্বর অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। সেই সিরিজ খেলে ইতিমধ্যে একে একে দুবাই পৌঁছাতে শুরু করেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু করোনা প্রটোকল অনুযায়ী দুবাই পৌঁছে প্রথমে তাদের প্রত্যেককে 6 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তারপরেই তারা মাঠে নামতে পারবেন। এর ফলে আইপিএলে প্রথম থেকে মাঠে নামার সুযোগ হাতছাড়া হতে চলেছিল ইয়ন মর্গ্যান, প্যাট কমিন্স, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েলদের। আর সেই কারণেই তারা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে অনুরোধ করেছিলেন যাতে তাদের কোয়ারেন্টিনের দিন সংখ্যা কমানো হয়।

ছয় দিনের কোয়ারেন্টাই পর্ব কাটিয়ে প্রথম থেকেই মাঠে নামা হত না অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের। এর ফলে চিন্তার ভাঁজ দেখা দিয়েছিল আইপিএল ফ্রাঞ্চাইজি গুলির কপালে। বিশেষ করে যে সমস্ত ফ্রাঞ্চাইজি গুলিকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারের উপর বেশি ভরসা করতে হয় সেই সমস্ত ফ্রাঞ্চাইজি গুলি বিপাকে পড়ে গিয়েছিল। অবশেষে স্বস্থি, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনুরোধ মেনে তাদের কোয়ারেন্টিনের দিন সংখ্যা কমিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

   

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই দুই দল মিলিয়ে মোট 21 জন ক্রিকেটার রয়েছে যারা আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলে। তারা যাতে কোন ভাবেই আইপিএলের একটাও ম্যাচ মিস না করে সেই কারণেই স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের কোয়ারেন্টিনের দিন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আগে যেখানে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন ছিল এখন সেটা কমিয়ে মাত্র 36 ঘণ্টার করে দেওয়া হল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর