তিনবার ভারত সফরে এসেছিলেন দ্বিতীয় এলিজাবেথ, বিয়েতে রুমাল উপহার দিয়েছিলেন মহত্মা গান্ধী

বাংলাহান্ট ডেস্ক : ব্রিটেন (Britain) এবং রানী দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth the second) সঙ্গে ভারতের গভীর সম্পর্ক ছিল। নিজের ৭০ বছরের রাজত্বকালে তিন বার ভারতে এসছিলেন। রানীর ভারত ভ্রমণকালে তাঁর সঙ্গে দেখা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু (Jawaharlal Nehru), ইন্দিরা গান্ধী (Indira Gandhi) , আইকে গুজরালের। রাষ্ট্রপতি হিসাবে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় ডা. রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad), জ্ঞানী জৈল সিং এবং আরকে নারায়নের (R.K. Narayan)। ২০১৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ইংল্যান্ড (England) সফরে গেলে তিনিও রানীর সঙ্গে দেখা করেন।

মহারানী দ্বিতীয় এলিজাবেথ প্রথমবার ভারতে আসেন ২১ জানুয়ারি ১৯৬১ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং রাষ্ট্রপতি ডা. রাজেন্দ্র প্রসাদ দিল্লির পালাম বিমানবন্দরে রানীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন। সেবারে রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে ভারতে আসেন রানী। রানীর সঙ্গে তাঁর স্বামী প্রিন্স ফিলিপও আসেন। রাজকীয় এই দম্পতি দিল্লি ছাড়াও কলকাতা, চেন্নাই এবং মুম্বাই ঘুরে দেখেন। আগ্রার বিখ্যাত তাজমহলও দেখতে যান তিনি। দিল্লির রাজঘাটে মহত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাও জানান তাঁরা। দিল্লির রামলীলা ময়দানে একটি সভায় বক্তৃতাও দেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

queen modi 2

মহারানী দ্বিতীয়বার ভারতে আসেন ৭ নভেম্বর ১৯৮৩ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং তাঁকে স্বাগত জানান। সেই বছর কমনওয়েলথ দেশগুলির সম্মেলনে অংশ নিতে ভারতে আসেন। সেবারেই মাদার টেরিসাকে ‘অর্ডার অফ মেরিট’ সম্মান দিয়ে সম্মানিত করেন রানী।

১৯৯৭ সালে শেষবার ভারতে আসেন রানী এলিজাবেথ দ্বিতীয়বারের জন্য ভারতে আসেন। তৎকালীন প্রধানমন্ত্রী আইকে গুজরাল এবং রাষ্ট্রপতি কেআর নারায়ন মহারানীকে স্বাগত জানান। তৃতীয়বারের এই সফরে রানীর বক্তব্যে উঠে আসে জালিয়ানওয়ালাবাগের কথাও। সেবার জালিয়ানওয়ালাবাগের গিয়ে শ্রদ্ধাও জানিয়ে আসেন তিনি।

বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইংল্যান্ড সফরকালে মহারানীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেবার মহারানী মোদিকে একটি রুমাল দেখিয়ে বলেন, ‘এই রুমালটি আমাকে মহাত্মা গান্ধী আমার বিয়েতে উপহার হিসেবে দিয়েছিলেন।’ এরই সঙ্গে রানী বলেন ভারতের আতিথেয়তা তিনি কোনও দিনই ভুলবেন না।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর