মাঠে নামার আগেই ভেঙে গেল রোহিতের বিশ্বকাপ রেকর্ড! মন খারাপ হিটম্যানের?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আপাতত দুরন্ত ছন্দে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ হলো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খামখেয়ালি প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka)। সেই ম্যাচের পর অবশ্য সত্যিকারের পরীক্ষা হবে ভারতের। কারণ তারপর কলকাতার মাটিতে তাদের মুখোমুখি হতে হবে কুইন্টন ডি কক (Quinton de Kock) সমৃদ্ধ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa)।

সেই ম্যাচে নামার আগে কিছু বিশেষ পরিকল্পনা করতে হবে ভারতীয় দলকে। কারণ তার আগে দক্ষিণ আফ্রিকা যে অসাধারণ ছন্দ প্রদর্শন করছে, তা রীতিমতো চিন্তার ব্যাপার বাকি সকল প্রতিপক্ষের কাছে। ভারতীয় দলও তার ব্যতিক্রম নয়। প্রথমে ব্যাটিং করে প্রোটিয়া শিবির যেভাবে নিয়মিত ৩০০-৩৫০ রানের বোঝা চাপিয়ে দিচ্ছে তা অত্যন্ত চিন্তার বিষয়।

   

আজ পুনেতে ইংল্যান্ডের রেকর্ড ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ওডিআই ফরমেটে আয়োজিত বিশ্বকাপের একটি সংস্করণে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল ইংল্যান্ডের নামে। ২০১৯ সালে আয়োজিত বিশ্বকাপে মোট ৭৬ টি ছক্কা মেরেছিল তারা। হাতে বেশ কয়েকটি ম্যাচ বাকি দেখি আজ তাদের অতিক্রম করে গেল দক্ষিণ আফ্রিকা। আজ নিজেদের সপ্তম ম্যাচেই তারা সবকটি ম্যাচ মিলিয়ে ছুঁয়ে ফেলেছে ৮২ ছক্কার গণ্ডি। এর থেকেই বোঝা যাচ্ছে চলতে বিশ্বকাপে তারা কতটা ভয়ংকর।

আরও পড়ুন: কেন ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে পারল না বাংলাদেশ? বড় রহস্য ফাঁস করলেন সাকিব

এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক আজ ভারতের অধিনায়ক রোহিত শর্মার একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। সাতটি ম্যাচ খেলে এর আগে একটি বিশ্বকাপের সংস্করণে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি রোহিত শর্মার দখলে ছিল। কিন্তু আজ সেটা ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক। এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপে তার রান সংখ্যা ৫৪৫।

de kock century

আরও পড়ুন: এখন কোহলি, রোহিতরাই ভরসা! সম্মানরক্ষার জন্য ভারতীয় দলকে সমর্থন বাংলাদেশ ভক্তদের

কোনও একটি নির্দিষ্ট বিশ্বকাপে ৭ ম্যাচ খেলার পর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা:

● কুইন্টন ডি কক: ৫৪৫
● রোহিত শর্মা: ৫৪৪
● কুমার সাঙ্গাকারা: ৫৪১
● সচিন টেন্ডুলকার: ৫২৩

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর