এক বছরে দুবার চমক, আবারও বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনকে হারালেন খুদে দাবাড়ু প্রজ্ঞানানন্দ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে ব্যবধান মাত্র তিনটি মাসের, ২০২২-এ দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাস্ত করলেন ভারতের বছর ১৬-র ক্ষুদে দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ। চেসেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে বিশ্ব চ্যাম্পয়িনকে হারিয়ে দেন এই ক্ষুদে প্রতিভা।এর ঠিক তিন মাস আগে গত ফেব্রুয়ারি মাসে চৌষট্টির খোপের লড়াইয়ে বাজিমাত করে কার্লসেনকে মাত দিয়েছিল সে। তখনই তামিলনাড়ুর প্রজ্ঞানানন্দের ওপর নজর পড়েছিল গোটা বিশ্বর।

সেইবারের মতো এবারও এই বিরাট অর্জনের কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা জানিয়েছিলেন। নিজের একাউন্ট থেকে ট্যুইট করে প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছিলেন, ”দেশেই সবাই আর প্রজ্ঞানানন্দের সাফল্য উদযাপন করছি। বিশ্বের পয়লা নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ও এই নিয়ে দুবার হারিয়েছে। ওর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে ওকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।”

কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছেন প্রজ্ঞানানন্দ। এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে তিনি চেষ্টা করে গেছেন নিজের সেরা চালগুলো সময়মতো ব্যবহার করার। বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনকে হারানোর অনুভূতি সত্যিই দুর্দান্ত বলে জানিয়েছেন তিনি। এই জয় তার আত্মবিশ্বাস অনেকটাই বলে স্বীকার করেছেন প্রজ্ঞানানন্দ।

কার্লসেনকে দুবার হারানোর মতো কীর্তি গড়ার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাকে শুভেচ্ছার ভাসিয়ে দিচ্ছেন। ভারতের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের একাডেমি থেকে উঠে এসেছেন তামিলনাড়ুর এই ক্ষুদে দাবাড়ু।চার বছর আগেই গ্র্যান্ডমাস্টার হওয়ার সম্মান অর্জন করেছিলেন তিনি। তিনি বর্তমানে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর