ইউরোপের এই উন্নত দেশে প্রচলিত ভগবান রামের নামে মুদ্রা, জানুন অবাক করা তথ্য

রামায়ণ (Ramayana) পৃথিবীর অন্যতম প্রাচীন মহাকাব্য। সংস্কৃত ভাষার গন্ডি ছাড়িয়ে অন্যান্য ভারতীয় ভাষায় বার বার অনূদিত হয়েছে এই মহাকাব্য। এমনকি বালি সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একগুচ্ছ দেশের সংস্কৃতি রামায়ণ ও রামচন্দ্র প্রভাবিত৷ এমনকি রামের নামে আছে মুদ্রাও।

ramayana

 

 

তবে ভারত বা এশিয়ার কোনো দেশ নয়, ভগবান রামের নামে মুদ্রা প্রচলিত আছে ইউরোপের উন্নত দেশ নেদারল্যান্ডস্ -এ। শুধু রামের নামেই নয় এই নোটে রয়েছে রামের ছবিও। আসুন জেনে নি এই মুদ্রা সম্পর্কে অবাক করা তথ্য

images 2020 09 22T154302.685

  • ২০০২ সালে মহর্ষি মহেশ যোগী এই দেশে ভগবান রামের ছবি সম্বলিত এই নোট প্রচলন করেন।
  • ১ রাম মুদ্রা ১০ ইউরোর সমান। এক ইউরো ভারতীয় মূল্যে ৮৬ টাকার কিছু বেশি। অর্থাৎ ১ রাম ভারতীয় টাকায় প্রায় ৮৬০ টাকা।
  • নেদারল্যান্ডসের ৩০ টি শহরে এই মুদ্রা প্রচলিত আছে। ২০০৩ সালে ডাচ সেন্ট্রাল ব্যাংক স্পষ্ট বলেছিল যে এই মুদ্রা কোনো বিধি উলঙ্ঘন করে না।
  • শুধুমাত্র ১,৫ ও ১০ রাম পাওয়া যায়। অর্থাৎ সর্বোচ্চ ১০ রাম সংগ্রহ করতে গেল আপনার ৮৬০০ টাকা খরচ করতে হবে৷
  • রাম মুদ্রায় বিশ্ব শান্তি দেশ ও নেদারল্যান্ডস শব্দ খোদাই করা রয়েছে।

প্রসঙ্গত, অনেকেই গুজব ছড়াচ্ছেন রাম পৃথিবীর সবচেয়ে দামী মুদ্রা৷ কিন্তু বিভিন্ন তথ্য ও সূত্র থেজে জানা যাচ্ছে এই খবরটি সঠিক নয়। তবে সূদুর পশ্চিমে পুরষোত্তম শ্রী রামচন্দ্রের নামে মুদ্রা প্রচলিত, এই সংবাদে ভারতীয় হিসাবে গর্ব করাই যায়।

 

সম্পর্কিত খবর