অনুষ্ঠানে পিছনের সারিতে চুপ করে বসে বই পড়ছেন রাহুল দ্রাবিড়, ‘দ্য ওয়ালের” সরলতা জিতে নিল সবার মন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকা রাহুল দ্রাবিড় তার সরল সাধারণ জীবনযাপনের জন্য আলোচিত হয়ে আসছেন। বরাবরই অনাড়ম্বর জীবনযাপন করতে পছন্দ করেন রাহুল দ্রাবিড়। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছবিটিকে বিরাট কোহলিদের কোচকে একটি বুকস্টোরে বসে থাকতে দেখা যায়। জানা গেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথের আত্মজীবনী ‘রিস্ট অ্যাসিওরড’-এর প্রকাশ উপলক্ষে বেঙ্গালুরুতে বুকওয়ার্ম বুকস্টোরে উপস্থিত হয়েছিলেন তিনি।

কিন্তু রাহুল দ্রাবিড় সেখানে এসে একেবারেই লো প্রোফাইল বজায় রেখেছিলেন। ইভেন্টটিতে এসে দ্রাবিড় এসে চুপচাপ পিছনের সিটে বসে থাকছিলেন। তিনি বসার জন্য একেবারে পিছনের সিটে বেছে নিয়েছিলেন। তিনি এতটাই চুপচাপ ছিলেন যে তার পাশে বসা লোকেরাও তাকে লক্ষ্য করতে পারেনি। সেখানে উপস্থিত এক নেটিজেন গোটা ঘটনাটির বর্ণনা টুইটারে শেয়ার করেছেন। তাতে নানাবিধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

যখন সেখানে উপস্থিত মানুষরা তাকে চিনতে পেরেছিল তখন তারা রাহুল দ্রাবিড়ের সাথে কথা বলার উদ্যোগ নিয়েছিলেন। রাহুল দ্রাবিড় প্রত্যেকের সাথেই অত্যন্ত বিনয়ের সাথে কথা বলেন এবং জানান যে কেন তিনি সেখানে উপস্থিত হয়েছেন।

rahul dravid 1720x1000

আইপিএল শেষ হলেই ফের ভারতীয় দলের সঙ্গে পুরোদমে মাঠে ফিরবেন দ্রাবিড়। সামনেই রয়েছে দক্ষিণ আফ্রিকার ভারত সফর। একটি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লুজ-দের মুখোমুখি হবে প্রোটিয়া শিবির। সেই সিরিজে কিছু তারকা ক্রিকেটার দলে খাকবেন না। রাহুল দ্রাবিড়ের সাথে কথা বলে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে BCCI।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর