আবারও পুলবামা নিয়ে রাজনীতি উস্কে দিলেন রাহুল গান্ধী, বললেন-কে লাভবান হয়েছে এতে?

বাংলাহান্ট ডেস্কঃ পুলওয়ামা হামলার (Pulwama attack) বর্ষপূর্তিতে মোদী (Modi) সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। পুলওয়ামা হামলার জন্য বিজেপি সরকারের কাকে দায়ী করা হয়েছে বলেও অভিযোগ জানান তিনি। তাঁর মতে ‘নিরাপত্তার গাফিলতির জন্যি এতো বড়ো দুর্ঘটনা ঘটেছিল। এই হামলায় সবথেকে বেশি কে লাভবান হয়েছে? এমনকি বিজেপি সরকারের কাকে এই হামলার জন্য দায়ী করা হয়েছে?’ শুক্রবার এক ট্যুইটে এমনটাই লেখেন তিনি।

   

 

২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসার দিনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। কাশ্মীরের পুলওয়ামায় CRPFএর ২৫০০ জওয়ানের কনভয়ে পাকিস্থানি হামলায় প্রাণ হারায় ৪০ জন জওয়ান। এই ঘটনায় এই ভালোবাসার দিনটিকে অনেকে ‘কালো দিবস’ হিসাবেও বলে থাকেন। CRPF এর ADG জুলফিকার হাসান জানিয়েছিলেন, এই জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে একটি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান করা হয়। সেটি অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

এদিন প্রধানমন্ত্রীরও শহিদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ সকলেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেন, ‘গত বছর পুলওয়ামায় প্রাণ হারানো সাহসী শহিদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই।জওয়ানরা বীর ব্যক্তি ছিলেন, যাঁরা দেশের সেবায় ও সুরক্ষায় জীবন বলিদান দিতেও ভাবেননি। ভারত তাঁদের অবদান কোনোদিন ভুলবে না।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ট্যুইট করেন, ‘পুলওয়ামা হামলায় শহিদদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই সাহসী জওয়ান ও তাঁদের পরিবারের প্রতি ভারতসহ প্রতিটি ভারতবাসি চিরকৃতজ্ঞ থাকবে।’ আবার রাজনাথ সিং (Rajnath Singh) ট্যুইটে বলেন, ‘২০১৯ সালে পুলওয়ামায় যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের আমরা স্মরণ করছি। ভারত তাঁদের ত্যাগ কোনদিনও ভুলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছে এবার সমগ্র বিশ্ব। আমাদের এই লড়াই চলছে এবং চলবে।’

সম্পর্কিত খবর