বাংলায় রাহুলের প্রথম সভায় নিশানা মোদী, দিদির বেলায় একটু সুর নরম

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় এসেই মোদীকে টার্গেট করতে ছাড়লেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। গোয়ালপোখরের মাঠ থেকে লড়াইটা যেন তাঁর শুধু বিজেপির (bjp) সঙ্গেই চলল। সুর নরম করে খোঁচা দিলেন মমতা ব্যানার্জিকেও। তাঁর কথায়, ‘তৃণমূলের সঙ্গে বিজেপির যে লড়াই হচ্ছে, তা শুধু রাজনৈতিক। তবে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই অন্যররকম- রাজনৈতিক এবং আদর্শগত, দুদিক থেকেই’।

মমতা ব্যানার্জর দিকে তোপ দেগে বললেন, ‘মমতা দিদিকে যে আপনারা বাংলা সামলানোর দায়িত্ব দিয়েছেন, তা দিদি আপনাদের জন্য কি করেছেন? কাজ দিয়েছেন? রাস্তা তৈরি করেছেন? কোনও উপকার করেছেন আপনাদের? কলেজ-বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন?’

   

এরপরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘তৃণমূল যে বলছে খেলা হবে। তা খেলাটা কিসের? তাহলে রাস্তা বানাবে কে? আরে খেলার জন্য রাস্তা লাগবে তো! কলেজ-বিশ্ববিদ্যালয় তৈরি করে সেই মাঠে খেলুন। তাই আপনাদের বলব ভেবেচিন্তে আপনাদের ভোট আমাদের জোটকেই দিন’।

গোয়ালপোখরের সভা থেকেই বিজেপি এবং সর্বোপরি মোদী জিকে আক্রমণ করে- জিএসটি, নোটবন্দি, করোনা, লকডাউন- মোদী সরকারের এইসমস্ত কাজকর্মের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ করেছেন,’ সোনার বাংলা গড়ার নামে বিজেপি বাংলার সংস্কৃতি, ভাষার উপর আক্রমণ চালাবে। জেতার জন্য দাঙ্গা করছে। তাই আপনাদের কাছে আমার আবেদন, বাংলাকে বাঁচাতে বিজেপিকে আটকাতে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর