অভিজিৎ ব্যানার্জীই দিয়েছিল ‘ন্যায়” এর বুদ্ধি, মোদীনমিক্স দেশে দারিদ্রতা বাড়িয়েছেঃ রাহুল গান্ধী

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধী অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার বিজেতা অভিজিৎ ব্যানার্জীকে (Abhijit Banerjee) শুভেচ্ছা জানান, আর তিনি নরেন্দ্র মোদী সরকারের উপর তীব্র আক্রমণ করেন। রাহুল গান্ধী ট্যুইট করে লেখেন, কংগ্রেসের ঘোষণাপত্রে মহত্বাকাঙ্খি নুন্যতম আয় যোজনা ‘ন্যায়” এর পিছনে অভিজিৎ এর সাহায্য ছিল। এই প্রকল্প দেশের দারিদ্রতা খতম করে ভারতীয় অর্থব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেত।

1 14

রাহুল গান্ধী ট্যুইট করে লেখেন, ‘অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার বিজেতা অভিজিৎকে শুভকামনা। অভিজিৎ ন্যায় (NYAY) কে তৈরি করতে সাহায্য করেছিল, এই প্রকল্পে দেশের দারিদ্রতা কমিয়ে অর্থব্যাবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া যেত। কিন্তু এর বিপরীতে আমাদের কাছে এখন মোদীনমিক্স আছে, যেটা আমাদের আর্থিক অবস্থা আরও খারাপ করে দেশকে দারিদ্রতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেস পার্টি লোকসভা নির্বাচন ২০১৯ এর নির্বাচনী ঘোষণা পত্রে ‘নুন্যতম আয় গ্যারান্টি যোজনা” এর প্রতিশ্রুতি দিয়েছিল। যেটিকে নুন্যতম আয় যোজনা (NYAY) এর নাম দেওয়া হয়েছিল। এই যোজনা অনুযায়ী, পাঁচ কোটি গরিব পরিবার, যার মধ্যে ২৫ কোটি মানুষের নাম আছে তাঁদের প্রতিমাসে ৬ হাজার টাকা অথবা বছরে ৭২ হাজার টাকা করে সরকারের তরফ থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

২০১৯ সালে অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বংশভুত আমেরিকার অর্থশাস্ত্রী অভিজিৎ ব্যানার্জী আর ওনার স্ত্রীকে দেওয়া হয়েছে। এর সাথে সাথে অর্থশাস্ত্রী মাইকেল ক্রেমার কেও নোবেলের জন্য নির্বাচিত করা হয়েছে। তিনজনকে সংযুক্ত ভাবে এই সন্মান দেওয়া হয়েছে। নোবেল পুরস্কার সমিতি জানিয়েছে, এই তিন অর্থশাস্ত্রীকে আন্তর্জাতিক স্তরে দারিদ্রতা নিয়ে কাজ করার ওনাদের পরীক্ষামূলক কাজের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর