পরিবার তন্ত্রের পাটিগণিতে আটকে কংগ্রেস আবার সভাপতি রাহুল, ফের কি গ্যালারির বাইরে প্রিয়াঙ্কা!

 

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র সরকার গড়ার পর থেকেই যেন একটু বাড়তি অক্সিজেন পেয়েছে কংগ্রেস। মাঝে ছেড়ে দূরে চলে এসেছে কংগ্রেসের হেভিওয়েট নেতারা। সোনিয়া-রাহুল সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ধন্যবাদ জানিয়েছে সকলকে। কিন্তু এবার আবার সেই কংগ্রেসের পদ নিয়ে পালা। যে পদ নিয়ে বরাবরই পরিবারতন্ত্রের বাইরে বেরোতে পারেনি কংগ্রেস। কখনো সোনিয়া-রাহুল একাধিকবার পাটিগণিতে বিশ্বাস হয়েছে কংগ্রেসের। ফের কংগ্রেসের সভাপতি পদে ফিরছেন রাহুল গান্ধী। সূত্রের খবর কংগ্রেস শিবিরে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ২০২০ সালের জানুয়ারিতেই দিল্লিতে বৈঠকে বসবেন দলের নেতারা। সেখানে অন্তর্বর্তী সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন সোনিয়া গান্ধী। যাতে ছেলের সভাপতি পদে নির্বাচনের পথ সুগম হয় সেকারণেই পদত্যাগ করবেন তিনি। এমনই জল্পনা শোনা যাচ্ছে। তবে এই জল্পনার অবসান ঘটবে 20 প্রথম দিকে।

ডিসেম্বররেই রাজস্থানের উদয়পুরে এই বৈঠক হওয়ার কথা ছিল।কংগ্রেসের আরেক শিবির সূত্রে খবর ২০২০ সালের ১৫ জানুয়ারির আগেই নাকি রাহুল গান্ধী সভাপতি পদে বসবেন। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে ভালই ফল করেছে কংগ্রেস। মহারাষ্ট্রে সরকার গঠন আর হরিয়ানার শক্তিশালী প্রতিপক্ষের ভূমিকায় রয়েছে কংগ্রেস। তবে রাহুল গান্ধীর হাতে ক্ষমতা দিয়ে যে আবার নতুন করে কংগ্রেস ঘুরে দাঁড়াতে চাইবে এটা বলার অপেক্ষা রাখে না। তবে কংগ্রেসের অন্দরমহল থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে নিয়ে আসার একটা প্রবণতা দেখা দিয়েছে। এবং তা যদি বুমেরাং হয়ে ফিরে তাতে কিন্তু সমস্ত দোষ গিয়ে পড়বে কংগ্রেসের হেভিওয়েট দের উপর।আবার পি চিদাম্বারাম সবেমাত্র জেল থেকে বেরিয়েছে।

সম্পর্কিত খবর