মহারাষ্ট্রে আমাদের সরকার থাকলেও করোনা রোগী বৃদ্ধির জন্য দায়ী মোদী সরকার: রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার সংবাদ সম্মেলনই রাহুল গান্ধী (Rahul Gandhi)বলেছিলেন যে আমরা মহারাষ্ট্রে সরকারকে করোনা নিয়ে সমর্থন দিচ্ছি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই। এই মুহূর্তে মহারাষ্ট্র দেশের করোনার ভাইরাসের সবচেয়ে আক্রান্ত রাজ্য । কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন আমরা পাঞ্জাব, ছত্তিসগড় ও রাজস্থানে সিদ্ধান্ত নিতে সক্ষম। এই কারণেই মুম্বই-দিল্লি আরও পরীক্ষা করা হয়েছে। আমরা মহারাষ্ট্রে সাধারণ সমর্থন করি না! আমরা পাঞ্জাব, ছত্তিসগড় ও রাজস্থানে দেখার অভিজ্ঞতা করেছি।

ক্ষুব্ধ রাহুল গান্ধীর মত অনুযায়ী

মোদী আশা করেছিলেন যে একুশ দিনের মধ্যে করোনার নিয়ন্ত্রণ হবে তবে তা হয়নি। তিনি দরিদ্র ও শ্রমিকদের ৫০০ টাকার সহায়তা দেওয়া উচিত এবং রাজ্য সরকারকে কেন্দ্রের কাছ থেকে পূর্ণ সহায়তা পাওয়া উচিত বলেও তার পুরনো দাবি পুনর্ব্যক্ত করেছিলেন। কিন্তু কিছুই হয়নি। এদিন করোনা সংক্রমণএর পাশাপাশি লকডাউন ব্যর্থতা নিয়ে রাহুল গান্ধী বলেন, ” আজ দেশে চার ধাপে চাপিয়ে দেওয়া লকডাউন ব্যর্থতার মুখে। প্রধানমন্ত্রী কি জানাবেন যে করোনার সংকট মোকাবেলা করার এবং অভাবীদের সাহায্য করার জন্য তাঁর কৌশল কী?  “

সম্পর্কিত খবর