মোদী আর গডসে প্রায় এক : রাহুল গান্ধী

নরেন্দ্র মোদীকে বারংবার নিশানা করতে ভোলেনি রাহুল গান্ধী । এর আগে এন আর সি , সিএএ, এনপি আর নিয়ে একাধিকবার তার প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর এবার নাথুরাম গডসে এবং মোদীকে প্রায় এক বলে কটাক্ষ করলেন  রাহুল গান্ধী। মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁর হত্যাকারী নাথুরাম গডসে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক আসনে বসালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বুধবার কেরলের ওয়ানড়ে নিজের লোকসভা কেন্দ্রে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী এক মেগা রোড শোর আয়োজন করেন রাহুল। সেই রোড শো শেষে জনসভায় তিনি বলেন, মোদি এবং গডসে একই মতবাদে বিশ্বাসী। কিন্তু, নরেন্দ্র মোদির সাহস নেই সেটা জনসমক্ষে স্বীকার করার।

 

nathuram godse narayan apte

এদিন তিনি বলেন “নাথুরাম গডসে যখন মহত্মা গান্ধীকে গুলি করে, তখন ওর চোখ বন্ধ ছিল। কারণ ও জানত ও কী করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওর মতো উগ্র হিন্দুত্বে বিশ্বাসী। পার্থক্য শুধু একটাই, মোদি সাহস করে স্বীকার করতে পারে না ওঁর আদর্শের কথা। আপনারাই দেখুন আজ দেশের কী অবস্থা। আপনি বিশ্বের যে কোনও প্রান্তে যান। যে কোনও দেশে গিয়ে জিজ্ঞেস করুন, মোদি ভারতকে কোথায় নিয়ে যাচ্ছে। সবাই বলবে, ভারত আজ দিশা হারিয়েছে”।

এই নিয়ে আরো একবার এরকম বিরুপ মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন দেশের মানুশকে নিয়ে ভাবার কথা নেই কিন্তু অন্যদিকে সিএএ এবং এনআরসিকে নিয়ে নানান ঘটনা ঘটে চলেছে। তিনি আরও বলেন  “আজ এদেশে কালবুর্গি, গৌরী লঙ্কেশের মতো মুক্ত চিন্তার মানুষকে খুন হতে হচ্ছে। প্রত্যেক দিন মহিলারা ধর্ষিত হচ্ছেন। বেকারত্ব ৪০ বছরের সর্বোচ্চ। যে অর্থনীতি সাড়ে ৯ শতাংশ হারে বাড়ছিল। সেই আর্থিক বৃদ্ধির হার এখন আড়াই শতাংশ” । বারেবারে রাহুল গান্ধীর এই মন্তব্য থেকে মোদীর প্রতি তার বিরুদ্ধাচারনের কথা জানা যাচ্ছে।

সম্পর্কিত খবর