গরিবদের জন্য ৬৫ হাজার কোটি টাকা খরচ করতে হবে, রাহুল গান্ধীকে বললেন প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan) লকডাউনের পর আর্থিক গতিবিধি বাড়ানোর জন্য বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার সাথে সাথে মানুষের জীবিকাও সুরক্ষিত করতে হবে। কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি তথা কেরলের ওয়ানাড থেকে কংগ্রেসের (Congress) সাংসদ রাহুল গান্ধীর (rahul gandhi) সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা আলোচনায় রঘুরাম রাজন (Raghuram Rajan) এও বলেন যে, দেশের গরিব, শ্রমিক আর কৃষকদের সাহায্যের জন্য ৬৫ হাজার কোটি টাকা খরচ করতে হবে সরকারকে।

raghuram rajan

রাহুল গান্ধীর একটি প্রশ্নের উত্তরে রাজন বলেন, সামাজিক সম্প্রীতিতেই মানুষের ভালো হবে, আর এই সঙ্কটের সময়ে বিভাজিত হয়ে থাকার ঝুঁকি নিতে পারব না আমরা। রাজন বলেন, ‘আমাদের অর্থব্যবস্থা ২০০ লক্ষ কোটি টাকার থেকে বেশি আর আমরা এর মধ্যে থেকে ৬৫ হাজার কোটি টাকা বহন করতেই পারি।” উনি বলেন, অর্থব্যবস্থাকে দ্রুত সুস্থ করতে হবে, আর সাথে সাথে করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য জরুরী পদক্ষেপ নিতে হবে।

রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ভারতে করোনার পরীক্ষার ইস্যুতে বলেন, আমেরিকায় রোজ ১ লক্ষ ৫০ হাজার করোনার পরীক্ষা হচ্ছে। অনেকেই বলছে যে, রোজ পাঁচ লক্ষ মানুষের পরীক্ষা করা উচিৎ। ভারতে আমরা রোজ ২০ থেকে ২৫ হাজার মানুষের পরীক্ষা করছি। আর আমাদের আরও বেশি সংখ্যক পরীক্ষা করানো উচিৎ।

বিশ্বের অর্থব্যবস্থা নিয়ে রঘুরাম রাজন বলেন, আমার হিসেবে গ্লোবাল আর্থিক সিস্টেমে কিছু ভুল আছে, মানুষের কাছে চাকরি নে, যাঁদের কাছে চাকরি আছে, তাঁরা আগামী দিনের চিন্তা করছে। আয়ের অসমান বন্টন হচ্ছে। সুযোগগুলির যথাযথ বিতরণ করতে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর