ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীকে দেখেই ‘মোদি, মোদি” স্লোগান, দেখে যা করলেন কংগ্রেস সাংসদ …

বাংলাহান্ট ডেস্ক : ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) আবারও বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সামনেই উঠল ‘মোদি’, মোদি’ স্লোগান। তবে এই বিতর্ক কাটিয়ে উঠতে বেশি সময় নেননি তিনি। গান্ধীগিরি তেই মোদি ভক্তদের জবাব দিয়েছেন তিনি। যা দেখে উল্লাসিত কংগ্রেস নেতারা। তাঁদের দাবি এটাই তাদের নেতা, এটাই আসল রাহুল গান্ধী। কোনও রকম প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই তাঁর। বিরোধীদেরও যোগ্য সম্মান করতে জানেন সনিয়া পুত্র।

মাসখানেক ধরে ‘ভারত জোড়া’ যাত্রায় হাঁটছেন রাহুল গান্ধী। দক্ষিণ ভারত ঘুরে তাঁর যাত্রা পৌঁছেছে মধ্য ভারতে। গতকাল সোমবার মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় বিতর্কে জড়িয়ে পড়েন রাহুল গান্ধী। সেই সময় চারপাশে জড়ো হওয়া জনতা হঠাৎই ‘মোদি-মোদি’ স্লোগান দিতে শুরু করেন। সেদিকে চোখ যায় রাহুল গান্ধীর। যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁদেরও যাত্রায় যোগ দেওয়ার জন্য ইশারা করেন তিনি। রাহুলের দেখাদেখি কংগ্রেস নেতারাও তাঁদের যোগদানের আমন্ত্রণ জানান।

অবশ্য রাহুলের ডাকে পাত্তা না দিয়ে তখনও বিরোধীরা ‘মোদি মোদি’ স্লোগান দিয়ে চলেছেন। এর পরও বিন্দুমাত্র অপ্রস্তুত হননি রাহুল গান্ধী। উল্টে ভালবাসার মাধ্যমেই জবাব দিয়েছেন তিনি। ‘মোদি মোদি’ স্লোগান যাঁরা দিচ্ছিলেন তাঁদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছোড়েন রাজীব পুত্র। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন কংগ্রেস সমর্থকরা। ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সকলেই একবাক্যে রাহুলের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেরই দাবি ধীরে ধীরে একজন পরিণত রাজনীতিক হয়ে উঠেছেন রাহুল গান্ধী।

রবিবার সন্ধ্যায় রাজস্থানে প্রবেশের আগে ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় ছিল। এই যাত্রা মধ্যপ্রদেশে চলেছে টানা ১২ দিন ধরে। ভারত জোড়ো যাত্রা ২৩ নভেম্বর মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশে প্রবেশ করে। রবিবার সন্ধ্যায় রাজস্থান পৌঁছয় ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস নেতা কমলনাথ এবং দলের অন্যান্য নেতারাও পা মিলিয়েছেন রাহুলের সঙ্গে। রাজস্থানে তাঁকে স্বাগত জানান কংগ্রেস কর্মীরা। এখানে অশোক গেহলট ও কমলনাথের সঙ্গে নাচতেও দেখা যায় রাহুলকে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর