কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দাবি করে চরম অপমানিত হলেন রাহুল গান্ধী!

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি তথা কেরলের ওয়ানাড থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) একটি মারাত্মক ভুল করে আবারও ট্রলের শিকার হয়ে বসলেন। উনি করোনাভাইরাস (Coronavirus) নিয়ে মোদী সরকারের (Modi Sarkar) উপর আক্রমণ করতে চাইছিলেন, কিন্তু এই আক্রমণ করতে গিয়ে উনি নিজেই এত বড় ভুল করে বসবেন সেটা বুঝতে পারেন নি।

   

রাহুল গান্ধী মোদী সরকারের উপর আক্রমণ করে বলেন, ‘করোনাভাইরাস আমাদের অর্থব্যবস্থার জন্য চরম গম্ভীর বিপদ। আমার হিসেবে সরকার এটিকে গম্ভীর ভাবে নিচ্ছে না। সরকারের উচিৎ সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া।”

এত পর্যন্ত ঠিক ছিল, কিন্তু উনি এই ট্যুইটের সাথে বিশ্বের একটি ম্যাপ শেয়ার করেন, যেখানে ভারতকে কাশ্মীর (Kashmir) থেকে আলাদা দেখানো হয়েছিল। ওই ম্যাপে জম্মু কাশ্মীরের একটি এলাকাকে পাকিস্তানের অংশ রুপে দেখানো হয়েছিল। আর এটা নিয়েই রাহুল গান্ধী আবারও বেইজ্জত হয়ে যান।

রাহুলের এই ট্যুইটের পর ইউযাররা ওনাকে নিশানা করে ট্যুইট করা শুরু করে দেন। যদিও কিছু পরে রাহুল গান্ধী এই বিতর্কিত ট্যুইট ডিলিট করে দেন আর একটি নিউজ স্টোরির সাথে আরেকটি ট্যুইট করেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর