কংগ্রেসের কারণেই নির্বাচনে জয় পায়নি মহাজোট, রাহুল গান্ধী পিকনিকে ব্যস্ত ছিলেনঃ অভিযোগ RJD নেতার

বাংলাহান্ট ডেস্কঃ বিহার নির্বাচনে NDA জয়লাভের পর শপথ গ্রহণের পথে নীতিশ কুমার। অন্যদিকে সমান তালে টক্কর দিয়েও মহাজোট হেরে যাওয়ার কারণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul gandhi) দোষারোপ করলেন RJD নেতা শিবানন্দ তিওয়ারি (Shivanand Tiwari)।

তেজস্বী যাদবের একটা দলই প্রায় জয়লাভের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কাঁধে কাঁধ মিলিয়েছিল বাম দলও। কিন্তু কংগ্রেস যদি আর একটু এগিয়ে আসত, তাহলে হয়ত আজকের বিহারের ছবিটা অনেকটাই বদলে যেত। নির্বাচনে হেরে যাওয়ার পর তাই কংরেস নেতা রাহুল গান্ধীকে দোষ দিলেন RJD নেতা শিবানন্দ তিওয়ারি।

28 04 2019 shivanand 19175745

কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন RJD নেতা
শিবানন্দ তিওয়ারি অভিযোগ করেছেন, ‘বিহার নির্বাচনে নিজের সবটা দিয়ে এগিয়ে আসেনি কংগ্রেস। ৭০ টি আসনে প্রার্থী দিয়েও মাত্র তিনদিনের জন্য এসেছিলেন রাহুল গান্ধী। সমস্ত জায়গায় প্রচার করতেও পারেনি। এমনকি প্রিয়াঙ্কা গান্ধী তো আসলেনই না। আমার ধারণা, কংগ্রেস প্রার্থী দেয় ঠিকই, কিন্তু তারা নির্বাচনী প্রচার ঠিক মত করতে পারে না। এটা শুধুমাত্র বিহার নয়, অন্যান্য জায়গাতেও একই ঘটছে’।

কংগ্রেস যেন মহাজোটের পায়ে শিকল
বিহার নির্বাচনে ৭০ টি আসনে প্রার্থী দিয়েও মাত্র ১৯ টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। ঠিক মত প্রচার করেনি বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে বাম নেতারা অনেক কম আসনে প্রার্থী দাঁড় করিয়েও, বেশ ভালোই ফল করেছে। তাই RJD-এর অভিযোগ কংগ্রেস যেন মহাজোটের পায়ে শিকল। মহাজোটকে এগোতেই দিল না।

রাহুলের বিরুদ্ধে করলেন বিস্ফোরক মন্তব্য
RJD নেতা শিবানন্দ তিওয়ারি আরও অভিযোগ করেছেন, ‘বিহারে যখন পুরোদমে নির্বাচনের কাজ চলছে, প্রার্থীরা যখন নির্বাচনে কোমর বেঁধে নেমে পড়েছেন, তখন অন্যদিকে শিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে বসে পিকনিকে ব্যস্ত ছিলেন রাহুল গান্ধী। এরকম করলে কিভাবে চলে? কংগ্রেসের আচরণে বিজেপিকে জায়গা করে দেওয়ার ইঙ্গিতই প্রকাশ পাচ্ছিল’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর