আমার ক্ষোভ নেই বিজেপির বিরুদ্ধে, তবে আমি ওদের মতাদর্শের বিরোধী : রাহুল

বাংলা হান্ট ডেস্ক: রাহুল গান্ধী চিঠি লিখে স্পষ্ট জানিয়ে দিলেন যে দলের সভাপতি পদে তিনি আর নেই। টুইটারেও তিনি পোস্ট করেছেন একথা। বিজেপির প্রসঙ্গও উঠে এল চিঠিতে।

রাহুল গান্ধী লিখেছেন, ‘আমার কোনও ক্ষোভ বা ঘৃণা নেই বিজেপির বিরুদ্ধে। তবে ওরা ভারতের ধারণার বিরোধী। এই বিরোধিতা বহু পুরনো। লড়াইটাও বেশ শক্ত। যেখানে ওরা বিভেদ দেখে সেখানেই আমি ঐক্য খুঁজি। ওরা যেখানে ঘৃণা দেখে সেখানেই আমি ভালোবাসা খুঁজি।’

সরকারকে বিদ্রুপ করে রাহুল লিখেছেন ‘পরিকল্পনা করা হয়েছে দেশে ভাতৃত্বের বন্ধন কিভাবে নষ্ট করা যায়। দেশের একজন নাগরিক হিসেবে ও কংগ্রেসের কর্মী হিসেবে আমি লড়াই করে যাব ওই পরিকল্পনার বিরুদ্ধে।’

সম্পর্কিত খবর