ডিটেনশন ক্যাম্পের তথ্য মিথ্যা দাবিকে কটাক্ষ রাহুলের

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যেই সরগরম দেশের রাজনীতি। বিশেষ করে বিজেপি সরকারের এই আইনের জন্যে কেন্দ্রের তরফে কংগ্রেস আগে থেকেই বিরোধিতা করেছিল। যদিও বৃহত্তর আন্দোলেনর পথে না হেঁটে। যদিও বিজেপি কংগ্রেসকে তোপ দাগতে ছাড়ে নি। কিন্তু এসবের পর এবার নাগরিকত্ব ইস্যুতে সরাসরি আবারও রাহুল গান্ধী মোদী সরকারকে কটাক্ষ করলেন। কেন্দ্রের তরফে নাগরিকত্ব আইনকে নিয়ে মিথ্যা ও ভুয়ো রটানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছিল।

এমনকি নাগরিকত্ব সংশোধনী আইন কোনো ভাবেই দেশের মুসলিমদের ওপরে প্রভাব ফেলবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তবুও বিক্ষোভ অব্যাহত। তার মাঝেই দিল্লীর রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী মোদী ডিটেনশন ক্যাম্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তবে এবার সেই মন্তব্য নিয়ে রাহুল গান্ধী সরাসরি মোদীকে কটাক্ষ করলেন। ডিটেনশন ক্যাম্প নিয়ে মোদী মিথ্যা কথা বলছেন বলে অভিযোগ তোলেন তিনি।689557 modi rahul collage 2

কয়েকদিন আগে দিল্লীর রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মুসলিমদের জন্য আবারও অভয়বাণী দিয়েছিলেন। নিজের বক্তব্য পেশ করে ভারতীয় মুসলিমদের জন্য আশ্বাস বানী দিয়েছিলেন মোদী। সরাসরি জানালেন নাগরিকত্ব আইন কোনও ভারতীয় মুসলিমদের জন্য বানানো হয়নি যদযদিও এর আগে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করেছিলেন, যদিও প্রধানমন্ত্রী এখানেই থেমে থাকেননি, নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন তিনি।

পাশাপাশি রামলীলা ময়দান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গর্জন করতে ছাড়েননি তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন নাকি কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল কিন্তু তখন মুখ্যমন্ত্রীর ঘুমিয়েছিলেন? এমন প্রশ্নও তোলেন মোদী।অন্য দিকে এই নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে বলতে গিয়ে গুজবে কান না দেওয়ার কথা জানান তিনি, শহরে বসবাসকারী শিক্ষিত আরবান নকশাল মিথ্যা প্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

অন্যদিকে ডিটেনশন ক্যাম্প নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, “এটা নিয়ে বিতর্কের কোনও প্রয়োজন নেই, যেহেতু এটা নিয়ে এখনই কোনও আলোচনা হয়নি, প্রধানমন্ত্রী মোদিই ঠিক কথা বলেছেন, মন্ত্রিসভা বা সংসদ, কোথাও এটা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি”।

সম্পর্কিত খবর