fbpx
ক্রিকেটখেলাটাইমলাইন

ঋষভ নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ তে কিপিং করবেন রাহুলই বলছেন অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়া বিরুদ্ধে দুর্দান্ত কিপিং করার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও কে এল রাহুলকে উইকেট কিপিং হিসাবে দেখতে চাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি মনে করেন যদি রাহুল কিপিং করেন তাহলে দলের ভারসাম্য বজায় থাকবে, এছাড়া একজন অতিরিক্ত ব্যাটসম্যানও খেলানো যায়। সে ক্ষেত্রে অনেকটা চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে পারে ভারত। সেই কারণেই নিউজিল্যান্ড সিরিজে কে এল রাহুলকে দিয়ে কিপিং করানোর চিন্তাভাবনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় চোট পান ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থ। এর ফলে তিনি আর ফিল্ডিং করতে আসেন নি, সেই কারণে উইকেট কিপিং করতে হয় কে এল রাহুলকে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে যথাক্রমে রাজকোট এবং ব্যাঙ্গালুরুতেও গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যায় কে এল রাহুলকে। উইকেট কিপার হিসাবে যথেষ্ট প্রভাবও ফেলেছেন তিনি, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরার পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ কে স্ট্যাম্প আউট করে ফিরিয়ে দেন তিনি। এছাড়াও যেকোনো পজিশনে ব্যাট করতে নেমে সাফল্য পান রাহুল, সেই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একজন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে কে এল রাহুলকে ব্যবহার করতে চাইছেন ভারতীয় ম্যানেজমেন্ট।

সিরিজের শেষ ম্যাচে ঋষভ পন্থ সুস্থ হয়ে গেলও অধিনায়ক বিরাট কোহলি একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর জন্য রাহুলকে দিয়েই কিপিং করান। সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও রাহুলই কিপিং করবেন।

Back to top button
Close
Close