পুজোর দিনগুলিতে বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের

বাংলা হান্ট ডেস্ক : সোমবার সকাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল তৃতীয়া চতুর্থীর আকাশ বেশ ঝলমলে ছিল কিন্তু পুজোর দিনগুলিতে এতটা ঝলমলে থাকবে না আকাশ এমনটাই জানাল আবহাওয়া দফতর৷ চতুর্থীর বিকেল থেকেই আকাশে মেঘের ভ্রুকুটি দেখা যায়, পঞ্চমীর সকালটা শুরু হল ঝেঁপে বৃষ্টি দিয়েই৷ ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে৷ 92559

তাই এবার পুজোর চার দিন আবহাওয়া নিয়েই অশনি সংকেত দিলেও আবহাওয়া দফতর৷ কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হলেও রাজ্য জুড়ে যে ভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়েছে তাতে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগেই পুজোর চার দিন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস৷ তবে দীর্ঘ বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু স্বল্প মেয়াদি বৃষ্টি হলেও তা নিয়ে বেশ সমস্যায় পড়তে পারেন আম বাঙালি৷

শুক্রবার থেকে রবিবার অবধি বর্জ্য বিদ্যুত্সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বাদ যাচ্ছে না সোম মঙ্গল অর্থাত্ নবমী দশমী৷ সমুদ্রের উচ্চচাপ জোন তৈরি হওয়ায়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এরই মধ্যে আবার সুখবর রয়েছে, সকালে যারা সেজে গুঁজে বেরিয়ে পড়েন তাঁদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে কিন্তু বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কমবে তাই বিকেল থেকে ঠাকুর দেখার বাধা পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস৷

সম্পর্কিত খবর