মাসিক টিকিটের দাম থেকে অতিরিক্ত ইউজারস চার্জ, ঘুরপথে রেল ভাড়া বাড়াতে চলেছে মোদি সরকার

ঘুরপথে ভাড়া বাড়াচ্ছে ভারতীয় রেল (indian railway)। এবার থেকে বিমানের মতো রেলের ক্ষেত্রেও গুনতে হবে ইউজার চার্জ। জানা যাচ্ছে ভারতীয় রেলের বিভিন্ন প্ল্যাটফর্মে যে উন্নত যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যাবস্থা করেছে রেল, তার বিনিময়েই গুনতে হবে এই ইউজার চার্জ। ফলে স্বাভাবিক ভাবেই বাড়বে টিকিটের দাম।

রেল সূত্রে জানা যাচ্ছে, ভারতের ৭ হাজার স্টেশনে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ বর্ধিত ইউজার চার্জ বসাবে ভারতীয় রেল। আগামী কয়েক বছরে যাত্রী সংখ্যা হু হু করে বাড়বে। সেই কথা মাথায় রেখেই রেল যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই কারনেই এই ইউজার চার্জ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

ইউজার চার্জ হিসাবে যাত্রীদের থেকে নেওয়া হবে ১০ থেকে ৩৫ টাকা। এসি ১ কামরায় যাত্রার ক্ষেত্রে কম করে ৩০ টাকা চার্জ দিতে হবে। পাশাপাশি, আত্মীয় বা পরিচিতকে ট্রেনে তুলে দিতে বা স্টেশন থেকে আনতে গেলেও গুনতে হবে অতিরিক্ত টাকা। প্ল্যাটফর্ম টিকিটের বাইরে এই অতিরিক্ত চার্জ দিতে হবে প্রত্যেককে।

পাশাপাশি বহু দিন ভাড়া বাড়ে নি সাব-আরবান ট্রেনে। সূত্র থেকে জানা যাচ্ছে, খুব শীঘ্রই ট্রেনের মাসিক টিকিটের দাম বাড়াতে চলেছে রেল। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই এই প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের সাথে সাথেই ঘুরপথে ভাড়া বাড়াবে ভারতীয় রেল।

 

 

 

 

সম্পর্কিত খবর