ভারতীয় রেলের বড় ঝটকা! নতুন বছর থেকেই এক ধাক্কায় বাড়ছে রেলের টিকিটের দাম

বাংলা হান্ট ডেস্ক : আর সাত নয় তেরো কিংবা অন্যান্য আনুসঙ্গিক দামি নয় এখন থেকে পাঁচ দশ পনেরো কুড়ি এই রকম রাউন্ড ফিগারে টিকিটের দাম করে দিয়েছে ভারতীয় রেল। তাই তো আগে যে সমস্ত টিকিটের দাম সাত টাকা ছিল সেটি এখন কমে গিয়ে পাঁচ টাকা হয়েছে আবার কোনো ক্ষেত্রে বেড়ে গিয়ে দশ টাকা হয়েছে। এই দাম দিতেই অভ্যস্ত হয়ে পড়েছে আমজনতা

কিন্তু এর উপরেই বড়সড় ঝটকা আসতে চলেছে। জানা গিয়েছে নতুন বছরেই এক ধাক্কায় রেলের ভাড়া অনেকটাই বাড়বে। যদিও বিষয়টি এখনও পর্যালোচনার পরই রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান বি কে যাদব। তবে শুধুমাত্র যাত্রীর ভাড়া নয় পণ্য বোঝাই ট্রেনের ক্ষেত্রেও ভাড়া বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।download 41

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যেহেতু দীর্ঘদিন ধরে ট্রেনের ভাড়া বাড়েনি তাই এই দুই ধরনের ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেল দফতরের তরফে। কিছুদিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রেলের ভাড়া বৃদ্ধি না করার কারণে ভারতীয় রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেবলে জানানো হয়েছিল।

গত আর্থিক বছরে সেই ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি তাই এ বার রেলের আর্থিক ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় রেলমন্ত্রক।

সম্পর্কিত খবর