যেসব জায়গায় করোনা ভাইরাস সংক্রমণ সেখানে স্টপেজ নয়, লকডাউন খোলার পর এমনই প্লানিংয়ে চলবে রেল

এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্ত সংখ্যা প্রায় চার হাজারের বেশী। মারা গেছেন বহু। আর এর মধ্যে চলছে লক ডাউন। যদি এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে কিছু রাজ্যের জন্য বিমান সংস্থাও চালু করা যেতে পারে। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।

মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। অনেকে গৃহ বন্দী তারা খেতে পারছেনা। এখনো অবধি খবরে বলা হয়েছে, লক ডাউন হওয়ার পরে যদি পরিষেবাগুলি শুরু করা হয় তবে অনেক সাবধানতা নেওয়া হবে।

corona 16

কারণ পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। এর মধ্যে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন মিডল বার্থগুলি ট্রেনে বুক করা হবে না। আবার এও বলা হয়েছে বেশিরভাগ শহরে স্কুল, কলেজ, পার্ক, সিনেমা ও বন্ধ রাখবে। বন্ধ থাকবে বেসরকারী প্রতিষ্ঠান।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন।

আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। তিনি জানান প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন পরিষেবাগুলি খোলার পরে, সমস্ত যাত্রী তাপ স্ক্যান করা হবে। সরকারি নির্দেশ মানতে হবে রেল, বাস ও বিমানের ভ্রমণকারী যাত্রীদের।   পরের কয়েক মাস ধরে ট্রেনটির মাঝখানে বার্থ থাকবে না। কারণ এই ক্ষেত্রে বিশেষ নিয়ম মানতে হবে । টিটিই একটি ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে পরীক্ষা করবে। বিমান পরিষেবা দিলেও তাই নিয়ে করা নিয়ম হবে।  ট্রেনে যাত্রীদের মাস্ক এবং স্যানিটাইজার পাউচ সরবরাহ করার পরামর্শও দেওয়া হচ্ছে। নির্দিষ্ট শর্ত মানতে হবে স্কুল চালাতে হবে। আর বয়স্ক লোকেদের ক্ষেত্রে তাদের বাইরে বেরোনো চলবে না।

সম্পর্কিত খবর