চলন্ত ট্রেনের পিছনে ছুটে চার মাসের বাচ্চার কাছে দুধ পৌঁছে দিল RPF জওয়ান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ RPF জওয়ানের এক মানবীয় ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায়। আর এরপর রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) ভোপাল রেলওয়ে স্টেশনে চার মাসেরর বাচ্চাকে চলন্ত ট্রেনে দুধ পৌঁছে দেওয়া RPF জওয়ান ইন্দর সিং যাদবকে সন্মানিত করবেন বলে ঘোষণা করেন। রেল মন্ত্রী পীযূষ গোয়েল ট্যুইট করে ইন্দর সিং এর এই মানবীয় ঘটনার প্রশংসা করেন। রেল মন্ত্রী ইন্দর সিংকে নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন।

রেল মন্ত্রী ট্যুইট করে বলেন, রেলওয়ে পরিবারের প্রশংসনীয় উদ্যোগ।  RPF কনস্টেবল ইন্দর সিং যাদব ডিউটির সময় প্রশংসনীয় পদক্ষেপ নেন। উনি চার মাসের বাচ্চাকে দুধ দেওয়ার জন্য চলন্ত ট্রেনের পিছনে দৌড়ান। ওনার এই কাজের জন্য আমাদের গর্ব হচ্ছে। আর এই কারণে আমি ইন্দর সিংকে নগদ পুরস্কার দিয়ে সন্মানিত করার ঘোষণা করছি।

শ্রমিক স্পেশ্যাল ট্রেনে হাসিন নামের এক মহিলা তাঁর স্বামী আর চার মাসের মেয়ের সাথে কর্ণাটক থেকে গোরখপুর যাচ্ছিলেন। ট্রেনে সফরের সময় দুধ শেষ হয়ে যায় আর কোন স্টেশনেই দুধ পাওয়া যাচ্ছিল না। আর ট্রেন যখন ভোপাল স্টেশনে থামে তখন হাসিন নিজের সমস্যা কর্তব্যরত এক RPF জওয়ানকে জানায়।

তখন RPF জওয়ান ইন্দর সিং স্টেশনে বাচ্চার জন্য দুধ নেওয়ার জন্য যায়। কিন্তু স্টেশনে দুধ পাওয়া যায় না। তখন তিনি স্টেশনের বাইরে থাকা একটি দোকান থেকে দুধের প্যাকেট নিয়ে স্টেশনে ঢোকেন। কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছিল। এরপর ইন্দর সিং দুধের প্যাকেট নিয়ে চলন্ত ট্রেনের পিছনে দৌড়ান। ওনার দৌড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চলন্ত ট্রেনের পিছনে দৌড় লাগিয়ে ইন্দর সিং হাসিনের কাছে দুধ পৌঁছে দেয়।

হাসিন দুধের প্যাকেট হাতে পাওয়ার পর ট্রেনের মধ্যে বসে একটি ভিডিও করেন। আর হাসিন ওই নাম না জানা RPF জওয়ানকে রিয়েল হিরো বলেন। উনি বলেন, দেশে এরকম মানুষের খুব দরকার। RPF জওয়ান আর হাসিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হয় যে, সেই ভিডিও গিয়ে পৌঁছায় রেল মন্ত্রীর কাছে। এরপর রে মন্ত্রী ওই RPF জওয়ানকে সন্মানিত করার কথা ঘোষণা করেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর