রেল যাত্রীদের জন্য সুখবর! বদলে গেল ভারতীয় রেলের রিজার্ভেশনের নিয়ম, জানুন বিস্তারিত

ভারতীয় রেল (indian railway)  ১০ অক্টোবর থেকে রিজার্ভেশনের বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে। রেল জানিয়েছে এবার থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় চার্ট করা হয়। যেহেতু এই চার্টটি ৫ মিনিট আগেই তৈরি করা সম্ভব তাই এবার থেকে ট্রেন ছাড়ার ৫ মিনিট আগে দ্বিতীয় চার্ট প্রকাশের পূর্বেই করা যাবে বুকিং। অর্থাৎ ট্রেন ছাড়ার মাত্র ৫ মিনিট আগেই এবার তৎকাল বুকিং করা সম্ভব হবে।

rail train

পাঁচ মিনিট আগে যেমন ট্রেনের টিকিট সংরক্ষণ করা যাবে , তেমনি এই সময়ে কোনও টিকিটও বাতিল করা যেতে পারে। লকডাউনের পরে, সমস্ত কার্যক্রম ধীরে ধীরে সারাদেশে শুরু হচ্ছে, যাতে করোনার সময়কালের আগে পরিস্থিতি পৌঁছানো যায় সেই কারনেই এই পরিবর্তন গুলি করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল।

উৎসবের কথা মাথায় রেখে আরো কিছু নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, আপাতত অতিরিক্ত ট্রেনের সংখ্যা ২০০ হলেও পরিস্থিতি বিচার করে আরো ট্রেন চালানো হতে পারে।

প্রতি বছরই পুজোর মরশুমে হু হু করে বাড়ে ট্রেনের টিকিটের চাহিদা। যারা প্রবাসে থাকেন তারা যেমন উৎসব উপলক্ষ্যে বাড়ি ফিরে আসেন তেমনই ছুটি থাকায় অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে যান। এবার করোনা পরিস্থিতিতে সেই চাহিদা কম থাকলেও ট্রেনের সংখ্যা নিয়ে ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে৷ যে কোনো প্রয়োজনে এক শহর থেকে অন্য শহর বা রাজ্যে যেতে হলে ব্যাবহার করতে হচ্ছে সড়কপথ। যার ফলে ভাড়া অনেকটাই বেশি গুনতে হচ্ছে যাত্রীদের।

উৎসবের মরশুমে তাই আরো ২০০ ট্রেনের ব্যাবস্থা রেলের। এই ট্রেনগুলি চলবে ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। পাশাপাশি, রেল সূত্রে জানা যাচ্ছে প্রতিটি জোন এর পরিস্থিতি বিচার করে দেখা হবে৷ সফটওয়্যার এর মাধ্যমে বিশ্লেষণ করা হবে টিকিটের চাহিদা। সেই চাহিদা অনুযায়ী বেশ কিছু জোনে অতিরিক্ত ক্লোন ট্রেন চালানো হতে পারে।

সম্পর্কিত খবর