স্টেশনে পৌঁছানোর আগেই কল করবে রেলওয়ে! চালু হতে চলেছে দুর্দান্ত পরিষেবা

বাংলাহান্ট ডেস্কঃ ঘুমিয়ে পড়ে গন্তব্য স্টেশন পার করে পরবর্তী স্টেশন গিয়ে নেমেছেন এই ঘটনা ভারতীয় রেলে দুর্লভ নয়। এবার এই সমস্যা সমাধান করতে উদ্যোগ নিল রেল। এবার থেকে যাত্রীদের তাদের স্টেশনে পৌঁছনোর আধ ঘণ্টা আগে Wake-up কলের মাধ্যমে অ্যালার্ট দেওয়া হবে।

 

স্টেশনে পৌঁছনোর আধ ঘণ্টা আগে Wake-up কলের মাধ্যমে অ্যালার্ট দেওয়া হবে

রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানিয়েছেন রেলের এই সিদ্ধান্তের কথা, ‘ यात्रा के दौरान अपने गंतव्य स्टेशन के छूट जाने की चिंता से अब रेलवे मुक्ति दिलायेगा। यात्रियों को उनके स्टेशन आने के आधे घंटे पहले एक Wake-up कॉल के द्वारा अलर्ट किया जायेगा, जिससे यात्री अपने स्टेशन के आने से पहले ही उतरने के लिये तैयार हो सकेंगे।’ (এখন রেলপথ ভ্রমণের সময় তার গন্তব্য স্টেশনটি হারিয়ে যাওয়ার উদ্বেগ দূর করবে।যাত্রীরা তাদের আগমনের আধ ঘন্টা আগে একটি জাগ্রত কল দ্বারা সতর্ক করা হবে, যাতে যাত্রীরা তাদের স্টেশন আসার আগেই ছেড়ে যেতে প্রস্তুত হয়।)

এই সিদ্ধান্তের সাথে সাথেই রেল যাত্রা আরো আরামদায়ক হবে বলে মনে করছে রেল। যাত্রীদের রেল সহায়তা নম্বর ১৩৯ এ ফোন করে আপনার পিএনআর নম্বর (PNR number) , স্টেশনের নাম (station name) , স্টেশনের এসটিডির ( station STD) মতো তথ্য দিতে হবে ৷ এরপর আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বরে (registerd mobile number) ফোন কলের মাধ্যমে স্টেশন আসার আধ ঘণ্টা আগে অ্যালার্ট করা হবে ৷

সম্পর্কিত খবর