৫০ দিন পর চলবে ট্রেন, কিভাবে পাবেন টিকিট? কত দাম হবে? এখানে জানুন খুঁটিনাটি সমস্ত তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য গোটা দেশে রেল (Indian Railways) সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ৫০ দিন ট্রেন বন্ধ থাকার পর সরকার আরও একবার প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নয়েছে। এর আগে মালগাড়ি আর শ্রমিক স্পেশ্যাল ট্রেনই চালিয়েছে সরকার। লকডাউনের তৃতীয় দফা ১৭ই মে শেষ হচ্ছে। আর এবার ট্রেন যাত্রা নিয়ে শর্ত এবং নিয়ম বানানো হয়েছে। আপনার মনে প্রশ্ন উঠছে যে, কি করে ট্রেনের বুকিং হবে? টিকেটের দাম কত হবে? আসুন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই।

   

প্রশ্নঃ গোটা দেশেই কি ট্রেন সার্ভিস শুরু হবে? না আপাতত কিছু ট্রেন চালানো হবে?

উত্তরঃ ১২ মে থেকে দেশের প্রতিটি শহরে ট্রেন চলবে না। প্রাথমিক ভাবে ১৫ টি ট্রেন (আপ-ডাউন মিলিয়ে ৩০ টি ট্রেন) চালানোর পরিকল্পনা আছে। এই ট্রেন গুলোকে স্পেশ্যাল ট্রেনের নাম দেওয়া হয়েছে। এরপর ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে।

প্রশ্নঃ কোন কোন শহরে এই ১৫ টি ট্রেন চলবে?

উত্তরঃ প্রথম পর্যায়ে ১৫ টি ট্রেন নয়া দিল্লী রেলওয়ে স্টেশন থেকে চলবে। নয়া দিল্লী থেকে এই ট্রেন ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবেনেশ্বর, সেকেন্দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাঁও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ আর জম্মু-তাওয়াই পর্যন্ত চলবে।

প্রশ্নঃ কবে থেকে শুরু হবে ট্রেনের বুকিং?

উত্তরঃ যদি আপনি এই স্পেশ্যাল ট্রেন গুলোতে সফর করতে চান, তাহলে আপনাকে IRCTC এর ওয়েবসাইট থেকে রিজার্ভেশন করাতে হবে। সংরক্ষিত আসনের জন্য বুকিং ১১ মে বিকেল ৪ টের থেকে শুরু হবে। মনে রাখবেন, এই টিকিট কোন স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে না। আপনাকে যাত্রার জন্য অনলাইনেই টিকিটের বুকিং করতে হবে।

প্রশ্নঃ ওয়েটিং টিকিট আর RAC টিকিট বৈধ হবে?

উত্তরঃ না, শুধুমাত্র কনফার্ম টিকিট ধারকেরাই এই ট্রেনের মাধ্যমে সফর করতে পারবেন। এছাড়াও যাত্রীদের সফরের আগে স্ক্রিনিং টেস্ট করানো হবে। করোনার লক্ষণ পাওয়া যাত্রীদের এই ট্রেনে সফর করতে দেওয়া হবে না।

প্রশ্নঃ আগের মতই কি টিকিটে ছাড় পাওয়া যাবে? টিকিটের দাম কত হবে?

উত্তরঃ রেলওয়ে জানিয়ে দিয়েছে যে কোন ক্যাটাগরিতেই টিকিটের ছাড় দেওয়া হবে না। এই ট্রেনের ভাড়া রাজধানী এক্সপ্রেসের মতই হবে। আর সম্পূর্ণ কোচ এসি থাকবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর