জলে ডুবে গেলো রাজ্য বিজেপির দপ্তর

বাংলাহান্ট-গতকাল থেকে ভারী বৃষ্টি কলকাতা এবং রাজ্যের বিভিন্ন এলাকায়।

 

বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি আসতে পারে বলে জানা ছিল আবহাওয়া দপ্তর। গতকাল আবহাদপ্তর জানায় ৪৮ঘন্টা টানা বৃষ্টিপাত হবে।Screenshot 2019 0817 123225

গতকাল সারারাত বৃষ্টিতে জলমগ্ন কলকাতা তার পাশাপাশি রাজ্যের। একাধিক জায়গায় জল জমে গেছে ফলে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে সাধারন মানুষদের।

 

অনেক স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কলকাতা বিজেপির রাজ্য সদর দপ্তরে দেখা গেল জলমগ্ন। বেশ কয়েকটি গাড়ি অর্ধেক অংশ ডুবে আছে।

Screenshot 2019 0817 123154

যুদ্ধকালীন তৎপরতায় কলকাতা পৌরসংস্থা নামানোর কাজ চলছে। উত্তর কলকাতা অধিকাংশ এখনো জলের তলায় আজ বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে।


Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর