কনকনে ঠান্ডায় কাঁপবে কলকাতা, কিছুদিনের মধ্যেই ফিরবে বর্ষা

বাংলাহান্ট ডেস্কঃ শহর কলকাতায় তাপমাত্রা নামতে চলেছে আরো একবার। আজ রাত থেকেই আবার ঢুকবে উত্তুরে হাওয়া। কনকনে ঠান্ডায় কাঁপবে বঙ্গবাসী। আগামী দুই দিনে আরো ৩-৪ ডিগ্রি নামতে পারে শহরের তাপমাত্রা। যার ফলে সপ্তাহ শেষে ভরপুর শীতের আমেজ। সোমবারের আগে হবে না তাপমাত্রার পরিবর্তন।

   

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১১  ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ শতাংশ।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,  সম্প্রতি যে উপমহাদেশীয় উচ্চ চাপ  বলয় সৃষ্টি হয়েছে, সেই চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ুর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৭শে জানুয়ারি একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। যার জেরেই আগামী সপ্তাহে  রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । আগামী বুধ-বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে  মঙ্গল ও বুধবার দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় উত্তর প্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও পশ্চিম ভারতের রাজ্য গুলিতে। ব্যাপক তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখন্ডে।

এই পশ্চিমী বায়ুর কারনেই রাজ্য জুড়েও চলবে বৃষ্টিপাত। হতে পারে শিলা বৃষ্টিও। যার জেরে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পুজোর আনন্দ মাটি হতে পারে ছাত্র-ছাত্রীদের। আমাদের রাজ্য ও পাশের বাংলা দেশে সস্বতী পুজো একটি বিশেষ উৎসব বলে পরিচিতি পেয়েছে। ছাত্র ছাত্রীদের এই উৎসবে জল ঢালতে পারে বৃষ্টি।

 

 

সম্পর্কিত খবর