চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

বাংলা হান্ট ডেস্ক:শ্রাবণ মাসে দেখা নেই বৃষ্টির, কাঠফাটা রোদ নাভিশ্বাস তুলে দিচ্ছে মানুষের।শুধু পশ্চিমবঙ্গে নয়, বৃষ্টির ঘাটতি রয়েছে দেশ জুড়েই। ।শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের মতো হাতে গোনা কয়েকটা জায়গা বাদ দিয়ে বৃষ্টির ঘাটতি রয়েছে। এ বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র কোঙ্কন, গোয়া ও পূর্ব-উত্তর প্রদেশে।তবে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি হাওয়ড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমে।দেশের পূর্ব উপকূল জুড়ে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। চলতি বছর জুন থেকে গতকাল পর্যন্ত বৃষ্টির ঘাটতির পরিমনা ৫৩ শতাংশ। এই ঘাটতি পূরণের বিষয় কোনো ইতিবাচক ইঙ্গিত দিতে পারছেনা আবহাও়াবিদরা।

সম্পর্কিত খবর