ঘূর্ণাবর্তের জেরে আগামী বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে।

 

বাংলা হান্ট ডেস্ক: বুধবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা।ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এর জেরে আগামী ২৮ অগাস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

IMG 20190826 110134

আবহাওয়া দফতর এর সূত্র অনুযায়ী, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো থাকবে এবং তার সাথেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে আগামী ২৪ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে। মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 

এছাড়া, সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বেলার দিকে কয়েক পশলা বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

সম্পর্কিত খবর