বাংলা হান্ট ডেস্ক: সমানে বেড়েই চলেছে তাপমাত্রা। গত মাসে নিম্নচাপের জেরে খানিকটা রেহাই মিললেও এবারে তা হচ্ছে না। সকাল থেকেই মাথার উপর চেপে বসছে সূর্য। জুনের গরমে গা জ্বলছে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), চরম অস্বস্তিতে বঙ্গবাসী। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি? এবার এই নিয়েই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
দু’দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
কলকাতা সহ জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গই। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার বইবে।
আরও পড়ুন: স্কুলের গণ্ডিও পেরোননি এখনো, বাবার স্বপ্নপূরণ করতে ফের নতুন চরিত্রে ফিরছেন অভিষেক-কন্যা সাইনা
এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দুদিন টানা বৃষ্টির জেরে গরম থেকেও রেহাই মিলবে।বৃহস্পতিবারের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রেও। তবে তার দাপট কমবে।
ভিডিও দেখুন: https://youtu.be/QMqVPtvLFkA?si=LqACjFKJlCzMChlS
প্রসঙ্গত, উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও বৃষ্টির দেখা নেই। গত তিন-চার দিনে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনও পর্যন্ত বর্ষা পৌঁছায়নি। ১৫ থেকে ১৯ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।