হঠাৎ বদল! কিছুক্ষণেই বৃষ্টির তুলকালাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৯ জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আজ একুশে জুলাই (21 July)। লোকসভা ভোটের পর তৃণমূলের প্রথম শহিদ সমাবেশ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাইয়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এদিন কলকাতাতেও (Kolkata)
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলা ভিজবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর শক্তিক্ষয় করেছে। ফলে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।

   

২১, ২২, ২৩ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। Wide Spread বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে।

এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টিও হতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে না। এরপর সোমবার অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

south bengal weather

আরও পড়ুন: এই প্রথম ডিম-ভাত নয়! একুশে জুলাইয়ে মেগা আয়োজন, মেনুতে বিরাট চমক তৃণমূলের

রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও রোদের দাপটও রয়েছে। যার জেরে রয়েছে ভ্যাপসা গুমোট গরম। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর