বর্ষারদিনেও মাথারছাদ নেই পড়ুয়াদের

 

 

সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম

কি গ্রীষ্ম বা বর্ষাকাল সারাবছর খোলাআকাশের নিচে ছোট ছোট খুদে বাচ্চাদের পড়াশোনা করতে হয় এইভাবে। অঙ্গনাড়ি কেন্দ্রটি বীরভূমের রামপুরহাটে ২ নং ব্লকের মাড়গ্রামের ইনতলা মোড়ের কাছে অবস্থিত। নেই কোনো পানীয় জলের পরিষেবা, শিক্ষা কেন্দ্রের পাশেই হাই-রোড, ফলে বাচ্চাদের রাস্তা পেরোতে খুব ভয় হয়, অন্যদিকে চারপাশে নোংরা আবর্জনা তে ভরে রয়েছে, এতে ডেঙ্গুর প্রবনতা রয়েছে ।

IMG 20190711 231741

 

আঙ্গনাড়ি কর্মীরা জানাই, “দীর্ঘ দিন ধরে বিডিও কে জানিয়েও কোনো লাভ হয়নি”।

এদিন রামপুরহাট ২নং ব্লকের বিডিও সহ আধিকারিকরা পুরো বিষয়টি দেখে যায়।

সম্পর্কিত খবর